দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কিছুদিন আগেই জানিয়েছিলেন ঋদ্ধিমান সাহাকে দলে রাখা হয়েছে কারণ তার চোট টেস্ট সিরিজের আগেই সেরে যাবে। আজ তার সেই আশার বাণীই সত্যি হলো। আজ নেটে ব্যাট হাতে দেখা গেল ঋদ্ধিমান সাহাকে। সাথে সাথেই সম্ভবত সমস্ত সমালোচকদের জবাব দিলো বিসিসিআই।
আজ ঋদ্ধিমান সাহার অনুশীলন পর্বের ছবি টুইট করে বিসিসিআই তবে লেখা হয়, “দেখুন কে আজ নেটে অনুশীলন করছেন, স্বাগত ঋদ্ধিমান।”
রোহিত শর্মা এবং ঋদ্ধিমান সাহার চোট নিয়ে যথেষ্ট জল্পনা চলছিল ক্রিকেট বিশ্লেষক মহলে। অনেকে এমন মন্তব্য করেছিলেন ঋদ্ধিমান সাহা যদি দলে থাকতে পারেন চোট সত্ত্বেও তবে রোহিত নয় কেন। কিছুদিন আগেই এই প্রশ্নের জবাব দেন বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি জানিয়েছিলেন রোহিত এখনো ৭০% ফিট। আর সাহার চোট টেস্ট সিরিজ শুরুর আগেই সুস্থ হয়ে যাবে।
আজ ভালোই ব্যাটিং করলেন ঋদ্ধিমান সাহা। চোটের জন্য কোন সমস্যা অন্তত তার ব্যাটিং দেখে মনে হয়নি। ঋদ্ধিমান সাহা দলে ফিরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকটাই স্বস্তি পাবে ভারত’। কারণ বর্তমানে ভালো ফর্মে তো রয়েছেনই ঋদ্ধি, তার সাথে উইকেটকিপার হিসেবে তিনি ভারত সেরা। অস্ট্রেলিয়ার বাউন্স এবং সুইং সহায়ক উইকেটে তার মতো অভিজ্ঞ উইকেটকিপারের একান্ত দরকার ভারতীয় দলে।