দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃভারত অধিনায়ক বিরাট কোহলির পর এবার ব্যক্তিগত কারণে ভারত অস্ট্রেলিয়া সিরিজ থেকে সরে দাঁড়ালেন অস্ট্রেলিয়ান তারকা কেন রিচার্ডসন।তার বদলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নামবেন অ্যান্ড্রু টাই।
অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত বেশ সফল কেন রিচার্ডসন। এ পর্যন্ত ২৫ টি ওয়ানডে এবং ২১ টি টি -টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ২৯ বছর বয়সী এই ক্রিকেটার দলের হয়ে আপাতত বেশ সফল একদিনের ম্যাচে তিনি শিকার করেছেন ৩৯ টি উইকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে তার শিকার ২২ টি উইকেট। অন্যদিকে তার জায়গায় দলে আসতে চলেছেন ৩৩ বছর বয়সী অ্যান্ড্রু টাই। এ পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ২৬ টি টি-টোয়েন্টি ম্যাচে অংশগ্রহণ করেছেন তিনি। তুলে নিয়েছেন ৩৭ টি উইকেট।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়,”কেনের পক্ষে এই সিদ্ধান্ত খুবই কঠিন ছিল। কিন্তু কেন অ্যাডিলেডে প্রিয় সদ্যোজাত পুত্রের সঙ্গে থাকতে চাইছে। আমরা সবসময়ই ক্রিকেটার ও তার পরিবারের পাশে থাকি। বিশেষ করে এই কঠিন পরিস্থিতিতে তো বটেই। ওকে আমরা মিস করব।”