দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ময়দানে তিনি আগ্রাসী অধিনায়ক। বিপক্ষের যেকোনো আক্রমণের জবাব দিতে তিনি সর্বদা প্রস্তুত। তা ব্যাট হাতেই হোক কিংবা মৌখিক। কিন্তু অন্যদিকে তিনি একইরকম মানবিক। বিরাট কোহলি ফাউন্ডেশনের পক্ষ থেকে এর আগেও সাহায্য করা হয়েছে বহু প্রতিভাধর শিশুকে। এবার নিজে থেকে ১০ হাজার অভুক্ত শিশুর খাবারের দায়িত্ব কাঁধে তুলে নিলেন বিরাট।
“ভাইজ” নামক এক স্বাস্থ্যসুরক্ষা সংস্থার সাথে যুক্ত হয় মানবিকতার এই সুন্দর উদাহরণ তৈরি করলেন কিং কোহলি। এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হবার পর তিনি জানান সংস্থা থেকে আগত তার সমস্ত আয়ই দান করা হবে দুঃস্থ শিশুদের উদ্দেশ্যে। এর দ্বারা উপকৃত হবে প্রায় ১০ হাজার শিশু।


সংস্থার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়ে বিরাট বলেন,”ভারতে অপুষ্টির বিরুদ্ধে যে লড়াই চলছে তার অংশীদার হতে পেরে আমি গর্বিত।”