দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ এবার অলিম্পিকে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন ক্রীড়া বিভাগ। অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার জন্য বহুদিন ধরেই সাওয়াল করে আসছেন রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলীর মত ক্রিকেটাররা। বিশেষত টি-টোয়েন্টি ক্রিকেট আসার পর অলিম্পিকে ক্রিকেটকে যুক্ত করার পক্ষে সাওয়াল আরো জোরদার হয়েছে। তবে এখনো এই বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি আইসিসি বা অলিম্পিক কর্তৃপক্ষ। তবে ক্রিকেটের ভাগ্য না খুললেও টোকিও অলিম্পিকে ভাগ্য খুলে গেল অন্য একটি জনপ্রিয় খেলার।
খেলাটির নাম স্পোর্টস ক্লাইম্বিং।এই খেলাটি তিনটি বিভাগে বিভক্ত স্পিড অর্থাৎ দ্রুতগতি বোল্ডারিং এবং লিড। বোল্ডারিংয়ের ৪.৫ মিটারের দেওয়াল বেয়ে উঠতে হবে প্রতিযোগীদের। স্পিড বিভাগের ক্ষেত্রে খেলা হবে দু জন প্রতিযোগীর মধ্যে। ১৫ মিটারের দেয়াল বেয়ে যিনি সর্বপ্রথম পৌঁছতে পারবেন, জয়ী ঘোষিত হবেন তিনিই। লিড বিভাগের ক্ষেত্রে দড়ি দ্বারা সুরক্ষিত থাকবে প্রতিযোগিদের ক্লাইম্বিং। প্রতিযোগিতার মধ্যে যিনি সবচেয়ে উঁচুতে পৌঁছতে পারবেন তিনিই জিতবেন।
বিদেশে তো বটেই এদেশে খেলার জনপ্রিয়তা কম নয়। বিশেষত রক ক্লাইম্বিং ট্রেনিংয়ের ক্ষেত্রে এই ধরনের দেওয়াল বেয়ে ওঠার শিক্ষা দেওয়া হয়।অ্যাঙ্কেল এবং হোল্ডার থাকলেও বিষয়টি যথেষ্ট কঠিন। এখনই নতুন প্রতিযোগিতা অলিম্পিকে কতটা জনপ্রিয় হয়ে ওঠে সে দিকেই নজর থাকবে ক্রীড়াপ্রেমীদের।