দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএল নিয়ে মেতে আছে বাঙালি। আর কিছুদিনের মধ্যেই মাঠে নামতে চলেছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল-মোহনবাগান। ফলতো সেদিকেই এখন মুখিয়ে আছে ফুটবলপ্রেমীরা। কিন্তু ফুটবলের চলা থামবে না। কারণ আসতে চলেছে আই এফ এ শিল্ড। মোহামেডান স্পোর্টিং কোয়ালিফায়ার জেতার পর এবার নামতে চলেছে আই এফ এ শিল্ড জয়ের উদ্দেশ্যে।
মুখিয়ে থাকবে গোকুলাম এবং অন্যান্য দলগুলিও। সুতরাং ইস্টবেঙ্গল মোহনবাগান না থাকলেও আই এফ এ শিল্ডের মজা এতোটুকু কমছে না। এরই মাঝে প্রকাশিত হল আই এফ এ শিল্ড এর ম্যাচ শিডিউল। আসুন দেখে নেওয়া যাক কবে কোন ম্যাচ। ৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের আই এফ এ শিল্ড। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং এবং খিদিরপুর। ওই একই দিনে মাঠে নামতে চলেছে সুদেবা-পিয়ারলেস, ইউনাইটেড স্পোর্টিং ক্লাব -গোকুলাম এবং ইন্ডিয়ান অ্যারোজ ও সার্দান সমিতি।

