দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ করোনাভাইরাসের কবলে এখন জর্জরিত ক্রীড়াজগৎ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে শুরু করে লুইস সুয়ারেজ পর্যন্ত করোনার হানায় মাঠের বাইরে চলে যেতে হয়েছে একের পর এক তারকাকে। ক্রিকেটেও করোনার হানা কোন নতুন শব্দ নয়। এর আগেই আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম জোরে বোলিং তারকা দীপক চাহার।
আর এবার কোভিড আক্রান্ত বাংলার অধিনায়ক অভিমুন্য ঈশ্বরণ। কয়েকদিন আগেই বেঙ্গল টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করার কথা জানিয়েছে সিএবি। সেই অনুযায়ী ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামার কথা ছিল অভিমন্যুর। প্রি সিজিনে যোগ দিতে চেয়েই দেরাদুন থেকে কলকাতায় আসেন তিনি। আর সেই কারণেই বাধ্যতামূলক কোভিড পরীক্ষা করানো হয় তার। এই পরীক্ষাতেই রিপোর্ট পজেটিভ এসেছে অভিমন্যু ঈশ্বরণের। ফলতো আপাতত হোম আইসোলেশনে পাঠানো হয়েছে তাকে।
যদিও অভিমুন্যর শরীরে কোনো রকম কোনো উপসর্গ নেই। তবে আপাতত সিএবির চিকিৎসক প্যানেলের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার। সিএবি-র যুগ্মসচিব দেবব্রত দাস জানান,”ঈশ্বরণের বাধ্যতামূলক করোনা পরীক্ষা করানো হয়েছিল এবং তার রিপোর্ট পজিটিভ আসে। যদিও তার কোনো উপসর্গ নেই।”
আগামী ২৪ নভেম্বর থেকে ছয় দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে চলেছে বাংলায়। সেই টুর্ণামেন্টে কত দিনের মধ্যে মাঠে নামতে পারবেন অভিমুন্য সেটাই এখন দেখার।