দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএল শুরু হতে বাকি মাত্র আর একদিন। এরই মাঝে রাজনৈতিক ঝামেলায় জর্জরিত আইএসএল কর্তৃপক্ষ। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট খেলতে নামার আগে অনুশীলন পর্বের জন্য বাস থেকে মাঠে নামতে পারলেন না মুম্বাই সিটি এফসির খেলোয়াড়রা। স্থানীয়দের আরবিসি রোজকার দেওয়ার দাবিতে খেলোয়াড়দের বাস আটক করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা।
প্রধানমন্ত্রী বারবার ভোকাল ফর লোকালের বার্তা দিলেও এক্ষেত্রে সেই পরামর্শ মানেনি আইএসএল কর্তৃপক্ষ। বিভিন্ন কাজে উপেক্ষিত হতে হয়েছে স্থানীয়দের। সবক্ষেত্রেই চুক্তি হয়েছে বহিরাগত সংস্থার সঙ্গে। আইএসএলের মত এত বড় টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে গোয়ায় অথচ স্থানীয় ট্যাক্সিচালক, গাড়ি বাস বা খাবার সরবরাহকারীরা কোন ডাক পাননি। সবক্ষেত্রেই চুক্তি করা হয়েছে অন্য রাজ্যের সঙ্গে। আর এই নিয়েই বিক্ষুব্ধ গোয়া কংগ্রেস। বুধবার বিকেলে গোয়ার নগাও পঞ্চায়েতের কাছে মুম্বাই সিটি এফসির টিম বাস আটকে দেয় তারা। ফলে অনুশীলন তো দূরের কথা বাস থেকেই নামতে পারেননি খেলোয়াড়রা।
বিদেশি প্লেয়ার ও স্টাফেদের সামনে এই নিয়ে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে আইএসএল কর্তৃপক্ষ। এই কারণেই তড়িঘড়ি ডেকে পাঠানো হয়েছে গোয়া জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতাদের। আজ সন্ধ্যায় গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগম্বর কমাতে এবং প্রদেশ কংগ্রেস সভাপতি গিরিশ চোড়ানকরের সাথে জরুরি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে আইএসএল কর্তৃপক্ষ।বৈঠকে দাবি না মানা হলে আইএসএলের প্রথম ম্যাচেও বিক্ষোভ দেখাতে পারেন কংগ্রেস কর্মী সমর্থকরা। অন্তত এমনটাই খবর পাওয়া যাচ্ছে সূত্র অনুযায়ী। এখন এই বিষয় নিয়ে যথেষ্ট আশঙ্কা রয়েছে ক্রীড়াপ্রেমীদের মনে।