দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিরাট কোহলি সহ গোটা দল অস্ট্রেলিয়া উড়ে গেলেও পুরোপুরি ফিট না হওয়ায় দলের সাথে যোগ দিতে পারেনি রোহিত শর্মা। তাকে যেতে হয়েছিল বেঙ্গালুরু। জাতীয় একাডেমিতে রাহুল দ্রাবিড়দের তত্ত্বাবধানে চোট সারিয়ে অস্ট্রেলিয়া উড়ে যাবার কথা রোহিতের।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা চোট পান টুর্নামেন্ট চলাকালীন। আর সেই কারণেই চার ম্যাচের জন্য মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। এরপর মাঠে ফিরেই সুন্দর হাফ সেঞ্চুরি করে মুম্বাই ইন্ডিয়ান্সকে ফাইনাল জেতালেও সম্পূর্ণ ফিট নন রোহিত সেটা জানিয়ে দিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। এই চোট নিয়ে খেলার কারণে পরবর্তীতে বড়োসড়ো সমস্যায় পড়তে হতে পারে রোহিতকে তাও জানান তিনি।
এরপর আর অস্ট্রেলিয়া উড়ে যাওয়া হয়নি ভারতের এই নির্ভরযোগ্য ওপেনারের। তবে একথাও সৌরভ জানান যে রোহিতের মতো বড় প্লেয়ার ফিট হলেই সাথে সাথে তাকে অস্ট্রেলিয়া উড়িয়ে নিয়ে যাওয়া হবে। সেই লক্ষ্যেই আজ ট্রেনিংয়ে নেমে পড়লেন রোহিত শর্মা। সাথে রয়েছেন জাতীয় দলের অন্যতম সতীর্থ ইশান্তও।এখন কত তাড়াতাড়ি আবার সবুজ ময়দানে ফেরেন তারা সেদিকেই লক্ষ্য থাকবে সকলের।