দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃকোহলির অনুপস্থিতি চাপ বাড়াবে ভারতের ওপর মনে করছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ শুরু হতে চলেছে ডিসেম্বর থেকে। এরই মাঝে ভারত অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্টের পরেই দেশে ফিরবেন তিনি। এ নিয়ে সমালোচনা হলেও বোর্ডের তরফে মেনে নেয়া হয়েছে কোহলির সিদ্ধান্ত।
তবে আজ অজি তারকা রিকি পন্টিং বলেন “কোহালিকে ছাড়া তিনটি টেস্ট খেলবে ভারত। ওর ব্যাটিং ও নেতৃত্ব ছাড়াই খেলতে হবে। সেটা ভারতীয় দলের নানা ক্রিকেটারকে মারাত্মক চাপে ফেলবে। অজিঙ্ক রাহানে যেমন নেতৃত্বের দায়িত্ব নেবে। যা ওকে বাড়তি চাপে ফেলবে। আবার একই সঙ্গে গুরুত্বপূর্ণ চার নম্বর পজিশনে ব্যাট করার মতো কাউকে খুঁজতে হবে ভারতকে। আমার মনে হয় না ওরা স্বচ্ছ ভাবনাচিন্তা করে নামতে পারবে। কে ওপেন করবে? কোহালি চলে গেলে চার নম্বরেই বা কে খেলবে?”
তাছাড়া ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া সিরিজে ফিরে পাচ্ছে ওয়ার্নার এবং স্মিথকে। সে কারণেও ভারতের উপর যথেষ্ট চাপ থাকবে বলে মনে করছেন পন্টিং। গতবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লেও বল টেম্পারিং বিতর্কের জন্য সেবার মাঠে নামতে পারেননি স্মিথ বা ওয়ার্নার। তাই এবার অস্ট্রেলিয়া আগের থেকে অনেক বেশি শক্তিশালী। স্মিথ এবং ওয়ার্নারের কথা উল্লেখ করে তিনি বলেন, “হ্যাঁ, গত বার ভারত সত্যিই ভাল খেলেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার টপ অর্ডারে তখন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ ছিল না। যে কোনও দলের ক্ষেত্রেই তা মস্ত বড় ফারাক হয়ে ওঠে।”
অন্যদিকে কোহলি না থাকায় ভারতের মধ্যক্রম যথেষ্ট চাপে থাকবে বলেই অনুমান রিকির। ১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ডে নাইট টেস্ট।তার মতে বোলিং বিভাগ নিয়েও যথেষ্ট চিন্তা থাকবে ভারতের। গোলাপি বলের এই লড়াই নিয়েও এদিন মুখ খোলেন পন্টিং। তিনি বলেন,”মহম্মদ শামি যশপ্রীত বুমরাহের সঙ্গে কে বোলিং করবেন? ইশান্ত শর্মা, উমেশ যাদব নাকি নবদীপ সাইনি কিংবা মোহাম্মদ সিরাজের মত নতুন কেউ?”
বিশেষত স্পিনারদের মধ্যে এই টেস্টে কাকে বেছে নেওয়া হবে সেটাও একটা চিন্তার বিষয়।