দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অস্ট্রেলিয়া সিরিজের আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিং তালিকা ঘোষণা করল আইসিসি। বর্তমানে র্যাঙ্কিং অনুযায়ী প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া এবং ভারত নেমে এসেছে দ্বিতীয় স্থানে। তিনটি সিরিজ খেলে অস্ট্রেলিয়ার টেস্ট জয়ের সংখ্যা ৭। একই সংখ্যক দেশ জিতেছে ভারতও তবে তারা খেলেছে চারটি সিরিজ। আপাতত অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে সাতটি জয়, দুটি হার এবং একটি ড্র এবং ভারতের ঝুলিতে রয়েছে সাতটি জয় এবং দুটি হার। পয়েন্টের ক্ষেত্রে যদিও ভারতের বর্তমান সংগ্রহ ৩৬০ পয়েন্ট এবং অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৯৬।
কিন্তু উইনিং পার্সেন্টেজে প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়াই। তাদের জয়ের পার্সেন্টেজ ৮২.২।অন্যদিকে ভারতের জয়ের পার্সেন্টেজ ৭৫।তাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজে জয় অথবা হার ভারতের স্থান পরিবর্তনে যথেষ্ট কার্যকরী ভূমিকা নিতে পারে। অন্যদিকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও সুযোগ থাকছে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার।
যদিও করোনা ভাইরাসের কারণে আইসিসি এবারের মত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল বাতিল করেছে। কিন্তু ২০২১ সাল অবধি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলই লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে। সুতরাং সেক্ষেত্রে দেখতে গেলে টেস্ট চ্যাম্পিয়নশিপের নিরিখেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।