দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দক্ষিণ আফ্রিকার অন্যতম বিখ্যাত উইকেটকিপার-ব্যাটসম্যান ছিলেন এবি ডি ভিলিয়ার্স। অবশ্য ভারত তাকে চেনে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিরাট কোহলির জুটিদার হিসেবে। আইপিএলের ইতিহাসে যেসব মারকুটে ব্যাটসম্যান যারা ফ্যানেদের মন জয় করে নিয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম।
তবে এবার ক্রিকেট মাঠ নয় খুশির খবর এলো তার ব্যক্তিগত জীবনে। ২০১৩ সালে স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে পারিবারিক বন্ধনে আবদ্ধ হন ডিভিলিয়ার্স। আপাতত দুই সন্তানের পিতা তিনি। দুই পুত্রের নাম আব্রাহাম ডি ভিলিয়ার্স ও জন রিচার্ড ডি ভিলিয়ার্স। এবার সেই পরিবারেই এল এক কন্যা সন্তান। এদিন সদ্যজাত কন্যা ও স্ত্রীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ডিভিলিয়ার্স লেখেন — “২০২০ সালের ১১ নভেম্বর সুন্দর কন্যা সন্তানকে স্বাগত জানালাম।ইয়েন্তে ডিভিলিয়ার্স তুমি আমাদের পরিবারে আশীর্বাদের মত। তোমার জন্য ঈশ্বরের কাছে আমরা কৃতজ্ঞ। “


ইতিমধ্যে ডিভিলিয়ার্স পরিবার ঠিক করে ফেলেছে কন্যার নামও জন এবং আব্রাহামের বোনের নাম রাখা হয়েছে ইয়েন্তে।সম্প্রতি আইপিএলে ডিভিলিয়ার্স প্রমাণ করেছিলেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা। ১৫ টি ম্যাচে ৪২৪ রান করে আইপিএলের সর্বোচ্চ স্কোরারদের তালিকা নাম তুলে নিয়েছিলেন তিনি। খেলার মাঠে যেমন বছরটি খুব সুন্দর কেটেছে তার। তেমনই জীবনেও এল একটি সুন্দর উপহার।
https://www.instagram.com/p/CHyFTA2gRWz/?igshid=526u8b4bygmy
এবিডির আরসিবি সতীর্থ বিরাট কোহলিও পিতা হতে চলেছেন খুব শীঘ্রই। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজ থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে ঘরে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিরাট ফিরে আসায় বাকি তিন ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক কে এল রাহুল।