দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ সন্ধ্যের অপেক্ষায় মুখিয়ে রয়েছে ক্রীড়াপ্রেমী কলকাতা। কারণ আইএসএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামতে চলেছে কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগান। কেরালা ব্লাস্টার্স দলের কোচ সম্পর্কেও আবেগ রয়েছে বাগান প্রেমীদের। কারণ কোচ কিবুর হাত ধরেই ভারত সেরা হয়েছিল মোহনবাগান। মোহনবাগান সম্পর্কে তার আবেগ জানিয়েছেন কোচ কিবুও। হৃদয় যে এখনো মোহনবাগানের প্রতি ভালোবাসা রয়ে গেছে তা স্বীকার করে নিয়েছেন বিপক্ষ দলের এই কোচ। তবে মাঠে খেলাটা সম্পূর্ণ আলাদা। লড়াইয়ের ময়দানে এতোটুকু মাটি ছাড়বেন না কোচ হাবাস কিংবা কিবু।
যদিও ক্রীড়া বিশ্লেষকদের মতে আজকের ম্যাচের নিরিখে এগিয়ে থাকতে পারে এটিকে। তাছাড়া প্রস্তুতি ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারতে হয়েছে ইস্টবেঙ্গলের কাছে। প্রথম ম্যাচের আগে সেই চাপও দলের ভেতর কার্যকর থাকবে বলেই মনে করছেন অনেকে। আইএসএলের প্রথম বছর থেকেই সমর্থকদের মুগ্ধ করেছেন কোচ লোপেজ অ্যান্তোনিয়ো হাবাস। তবে রণনীতি সাজাতে দক্ষ কিবু ভিকুনাও।তাই আজ টক্কর যে সেয়ানে সেয়ানে এ নিয়ে কোন সন্দেহ নেই।
একদিকে হাবাস স্পেনীয় কোচ হলেও তার ঘরানায় রয়েছে ইতালীয় এবং জার্মানি ফুটবল এর ছোঁয়া। অন্যদিকে কিবুর পছন্দ স্পেনীয় পাসিং ফুটবল। হাবাস যদিও যেকোনো মূল্যে জয়কেই প্রাধান্য দেন। কিবু পছন্দ করেন শিল্পসম্মত ফুটবলকে। একসময় মোহনবাগান জিতলেও তিনি বলেছিলেন ছেলেদের খেলা তার পছন্দ হয়নি। আবার হারের পরেও শৈল্পিক ফুটবলের পাশে থেকে তিনি বলেন ছেলেরা দুরন্ত খেলেছে। এতেই বোঝা যায় পাসিং ফুটবল এবং স্কিলকে মর্যাদা দেন কিবু।
তবে আজ হাবাসের রণনীতি সামনে দাঁড়াতে হলে শুধু পাসিং নয় বডি কনট্যাক্ট গেমেও যথেষ্ট সক্রিয় হতে হবে কেরালাকে। এটিকে গত মরশুমের চ্যাম্পিয়ন দলের অনেক খেলোয়াড়কেই ধরে রেখেছে। রক্ষণে প্রীতম কোটাল,প্রবীর দাসদের পাশাপাশি এবার অভিজ্ঞ তিরি, শুভাশীষ বসু এবং সন্দেশ ঝিঙ্গানদের দলে রেখেছে তারা। তাই এবারের আইএসএলে অন্যান্য দলের তুলনায় যথেষ্ট শক্তিশালী এটিকে মোহনবাগানের রক্ষণ বিভাগ। বেশ শক্ত পোক্ত মাঝ মাঠ এবং আক্রমণভাগও। এডু গার্সিয়া, হাবি হার্নান্দেজ, জয়েশ রানে, মাইকেল সুসাইরাজ এবং প্রণয় হালদাররা তাদের দিনে যথেষ্ট বেগ দিতে পারেন বিপক্ষকে। তাছাড়া এই মরশুমে দলে এসেছেন গ্লেন মার্টিনস ও শেখ সাহিল। আক্রমণে রয় কৃষ্ণর পাশাপাশি রয়েছেন ডেভিড উইলিয়ামস। সঙ্গে থাকবেন মনবীর সিংহ। তাই দলের ভারসাম্যের দিকে তাকালে যথেষ্ট কঠিন দল মনে হচ্ছে এটিকে মোহনবাগানকে।
অন্যদিকে কেরালা ব্লাস্টার্স আক্রমণ বিভাগে টটেনহ্যাম হটস্পারের একাডেমী থেকে উঠে আসা গ্যারি হুপারের আর্জেন্টিনার ফাকুন্দো পেরেরা এবং অস্ট্রেলিয়ার জর্ডান মারেকে। মাঝমাঠের জন্য তাদের প্রধান হাতিয়ার স্পেনের সের্খিয়ো সিন্দোঞ্চা।গত মরশুমে মোহনবাগানের খেলা নংদোম্বা নওরেমও এবার রয়েছেন কিবুর দলে। এছাড়া যথেষ্ট প্রতিশ্রুতিবান সাহাল আব্দুল সামাদ এবং রাহুল কেপিকেও দলে রেখেছে কেরালা। তাই এটিকে মোহনবাগান খাতায়-কলমে এগিয়ে থাকলেও যেকোনো সময় খেলা বদলে দিতে পারে কেরালা।