দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী হিসেবে সাক্ষী ধোনি এর আগেও বহুবার এসেছেন খবরের শিরোনামে। বৃহস্পতিবার দুবাইতে তার ৩২ তম জন্মদিন পালনে উপস্থিত হলেন সানিয়া মির্জা এবং শোয়েব মালিক। ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা ও প্রাক্তন পাকিস্তান দলের অধিনায়ক শোয়েব মালিকের সাথে সুন্দর একটি সন্ধ্যা কাটালেন ধোনি পরিবার। আইপিএলের জন্য আরব আমিরশাহীতে ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি এবং সাক্ষী ধোনি। তাই সেখানেই স্ত্রীর জন্মদিন পালন করার পরিকল্পনা নেন মাহি।
কোভিড-১৯ এর প্রকোপ ভারতে এখনো যথেষ্ট। তাই কিছুদিন দুবাইতেই কাটানোর সিদ্ধান্ত নেন মাহি এবং সাক্ষী। অন্যদিকে সানিয়া লকডাউনের বেশিরভাগ সময়টাই কাটিয়েছেন হায়দ্রাবাদে পরিবারের সাথে। তিনিও স্বামী শোয়েব মালিকের সঙ্গে সাক্ষীর জন্মদিনের অনুষ্ঠানে আসতে পেরে ভীষণ খুশি। সানিয়া নিজেই তাদের ফটো শেয়ার করেন ইনস্টাগ্রামে।
মাঠের মধ্যে ভারতীয় এবং পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে যথেষ্ট রেষারেষি থাকলেও মাঠের বাইরে যে বন্ধুত্ব সম্পূর্ণ বিরাজমান তা বোঝা যায় এই অনুষ্ঠানের ছবি দেখলেই। অবশ্য এর আগেও পাকিস্তানি খেলোয়াড়দের সাথে ভারতীয়দের ভালো সম্পর্কের কথা সামনে এসেছে বারবার। মাঠের লড়াই মাঠেই রেখে এসে ব্যক্তিগত জীবনে বন্ধুতাই হল খেলোয়াড়ি মানসিকতার পরিচয়। এই অনুষ্ঠানে একসাথে আনন্দ করে আরো একবার সেই উদাহরণ স্থাপন করলেন ধোনি ও শোয়েব।