দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ প্রথম বিদেশি ফুটবলার হিসেবে অনন্য নজির গড়তে চলেছেন তিরি। হোসে লুইস এসপিনোসা আরোয়ো, যাঁকে ফুটবলমহল চেনে তিরি নামে আইএসএলের প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে আজ মাঠে নামলে পরপর ছয়টি মরশুম খেলার অনন্য নজির করবেন তিনি।
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আইএসএল ২০২০-২১ এর উদ্বোধনী ম্যাচ। এ ম্যাচে মাঠে নামবে এটিকে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স। এটিকে মোহনবাগানের হয়ে তিরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্প্যানিশ ডিফেন্ডারকে রক্ষণ বিভাগ সাজাতে চলেছেন কোচ হাবাস।
আইএসএল এর প্রথম মরশুমে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন না এই তারকা। ২০১৫ সালে অ্যাথলেটিকো মাদ্রিদের বি টিম থেকে এটিকে-তে যোগ দেন তিনি। দুটি মরশুম এটিকের হয়ে দুরন্ত ফুটবল খেলার পর অবশ্য জামশেদপুর এফসি তে চলে যান তিরি।তবে রক্ষণ বিভাগে তার কার্যকরী ভূমিকার কথা মাথায় রেখে এবছর পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে এসেছে এটিকে মোহনবাগান শিবির। রক্ষণ বিভাগে সন্দেশ ঝিঙ্গানদের সাথে সাথে হাবাসের বড় অস্ত্র এই স্প্যানিশ ডিফেন্ডার।