দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলের প্রথম উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স এবং এটিকে মোহনবাগান। দুই স্প্যানিশ কোচের এই লড়াইয়ে আজ কারা শেষ হাসি হাসে সেটাই ছিল দেখার। প্রথম ছয় মিনিটের মধ্যেই কর্নার থেকে উড়ে আসা বল কাজে লাগাতে পারলে আজ মোহনবাগানকে এগিয়ে দিতে পারতেন রয় কৃষ্ণা।কিন্তু আজ এই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে আজ বারবার আক্রমণ তুলে আনতে কোনো ভুল করেনি এটিকে মোহনবাগান। ফলে প্রথমার্ধেই বেশকিছু ডিফেন্সিভ মোডে চলে যায় কেরালা।
যদিও প্রথমার্ধেই চোটের কারণে সোসাইরাজকে হারিয়ে শুভাশীষ বসুকে মাঠে নিয়ে আসেন হাবাস। প্রথম অর্ধে শেষের দিকে বাম দিক থেকে উড়ে আসা বলে ভালো সুযোগ পেলেও আজ কাজে লাগাতে পারেননি কেরালার ঋত্বিক দাসও। ফলে প্রথম অর্ধে গোল করে ব্যবধান বাড়াতে পারেনি কোন দলই।
তবে দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আজ এটিকে মোহনবাগান কে চাপে রাখার চেষ্টা করে কেরালা ব্লাস্টার্স। সাহাল আব্দুল সামাদ অপূর্ব স্কিল দিয়ে বল তৈরি করলেও গোল তুলে দিতে পারেননি কেরালার জন্য। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটের মাথায় কেরালার ডিফেন্সের ভুলে বক্সের মধ্যে পায়ে বল পেয়ে যান রয় কৃষ্ণা। অ্যালবিনো গোমসকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দিতে আজ আর কোন ভুল করেননি তিনি। ফলে ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এটিকে মোহনবাগান।
শেষ কয়েক মিনিটে ব্যবধান বাড়িয়ে নিতে না পারলেও আজ আর কোন ভুল হতে দেয়নি সবুজ মেরুন বাহিনী। সে ভাবে সংগঠিত আক্রমণ তুলে আনতে পারেননি কিবুর ছেলেরাও।গ্যারি হুপার আজ ছিলেন নির্বিষ।