দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অটোচালক বাবার বড় স্বপ্ন ছিল একদিন ছেলে প্রতিনিধিত্ব করবে ভারতীয় দলে। স্বপ্ন সফল করেছেন তিনি। ভারতীয় দলের নীল জার্সি গায়ে চড়িয়েছেন এই বাঁহাতি জোরে বোলার। নাম মহম্মদ সিরাজ। কিন্তু ছেলের এই আনন্দের দিনে বেশিদিন পাশে থাকতে পারলেন না বাবা।
ফুসফুসের সংক্রমণের কারণে আজ পৃথিবী ছেড়ে চলে যেতে হয় তাকে। ছেলে সিরাজ বর্তমানে রয়েছেন অস্ট্রেলিয়ায়। ভারতীয় দলের সঙ্গী হিসেবে আপাতত কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।বাঁহাতি এই জোরে বোলার আইপিএল এবং ভারতীয় দলের নিয়মিত প্রতিনিধি হিসেবে ইতিমধ্যেই জয় করে নিয়েছেন সমর্থকদের মন।তবে ছেলের সাফল্য হয়তো সবটা উপভোগ করে যেতে পারলেন না বাবা। বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার পর হায়দ্রাবাদের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।