দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলে এর আগে পর্যন্ত ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেছে মুম্বাই সিটি এফসি। তবে আজ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় দিয়ে এবারের যাত্রা শুরু করতে চাইবে রণবীর কাপুরের দল। নিকোলাস অনেলকা-দিয়েগো ফোরলানের মত সুপারস্টার দলে থাকলেও এর আগে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেনি মুম্বাই। তাই এই মরশুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন করে দল করেছে তারা। এবার দলের সঙ্গে রয়েছেন গোয়াকে চ্যাম্পিয়ন করা কোচ লোবেরা।
সাথে রয়েছে নতুন তারকারাও। যাদের মধ্যে অন্যতম বার্থোলোমিউ ওগবেচে। প্যারিস সাঁ জাঁরমার এই প্রাক্তন ফুটবলার এর আইএসএল খেলার অভিজ্ঞতা রয়েছে কেরালা ব্লাস্টার্সের হয়ে।স্ট্রাইকার গ্লেনভিল অ্যাডাম জেমসকেও এবার দলে রেখেছে মুম্বাই। মাঝ মাঠে রেনিয়ার ফার্নান্ডেজ ও হিউগো বোমোউসের ভারতীয় খেলোয়াড় হিসেবে থাকবেন সৌরভ দাস।কোচ লোবেরা বলেছেন,”আক্রমনাত্মক ফুটবল খেলা ভীষণ জরুরী। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের মধ্যে ভারসাম্য বজায় রাখা।”
অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেড মালিক জন আব্রাহামও চাইবেন প্রথম ম্যাচে বলিউড সতীর্থ রণবীর কাপুরের বিরুদ্ধে জয় তুলে নিতে। এবার যথেষ্ট শক্ত দল গড়েছে তারাও। ইদ্রিসা সিলা, কেওসি আপ্পিয়ার মত একাধিক তারকা রয়েছেন নর্থইস্ট ইউনাইটেড। লিভারপুলে কোচিংয়ের অভিজ্ঞতাসম্পন্ন জেরার ক্যাসানোভা চাইবেন প্রথম থেকেই ছন্দে ফিরুক দল। দলের প্রধান ভরসা অবশ্যই পর্তুগালের লুইস মাচাদো।
প্রস্তুতি ম্যাচে অবশ্য ভালোই শুরু করেছে নর্থইস্ট ইউনাইটেড। জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলা গোল শূন্য হলেও হায়দ্রাবাদের বিরুদ্ধে আপ্পিয়া এবং মাচাদোর গোলে জয় তুলে নিয়েছিল তারা। যদিও করোণা ভাইরাসের সংক্রমণের কারণে কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে নর্থইস্ট ইউনাইটেডকে। সম্ভবত খেলতে পারবেন না একজন প্রধান ভারতীয় মিডফিল্ডার।