দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআইপিএল চলাকালীন পাঞ্জাবের ফ্লপ সুপারস্টার ম্যাক্সওয়েলকে নিয়ে বেশকিছু তীর্যক মন্তব্য করেছিলেন বীরেন্দ্র সেওয়াগ। আসলে আইপিএলে বারবার সুযোগ পেলেও সে ভাবে কাজে লাগাতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। অথচ বারবার তাকে কোটি কোটি টাকা দিয়ে দলে রেখেছে ফ্র্যাঞ্চাইজিরা। আর এতেই নিজের মজাকিয়া মেজাজে বীরু বলেন–“গ্লেন ম্যাক্সওয়েল, দশ কোটি টাকার এই চিয়ারলিডার পঞ্জাবের জন্য ব্যয়বহুল হয়ে গেল। কয়েক বছর ধরেই খারাপ পারফর্ম করছে এই অজি ক্রিকেটার। আর এ বছর তো আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। একেই বলে হাইলি পেইড ভ্যাকেশন।”
অবশ্য শুধু ম্যাক্সওয়েল সম্পর্কেই নয় মজার ছলে অনেককেই এ ধরনের নানা নাম দিয়েছিলেন তিনি। যেমন বিরাট কোহলিকে ঠাকুর,এমএস ধোনিকে গব্বর এমনকি মনিশ পান্ডেকে গ্যারান্টি ওয়ারেন্টিহীন চায়না প্রোডাক্ট বলেও উল্লেখ করেছিলেন তিনি। এবার তার প্রতি কটাক্ষের জবাব দিলেন ম্যাক্সওয়েল।
সেওয়াগের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এদিন ম্যাক্সি বলেন, “বীরু আমাকে নিয়ে নিজের অপছন্দ সরাসরি জানায়। এতে কোনো সমস্যা নেই। ওর যা খুশি বলতেই পারে। এই কারণেই ও মিডিয়ায় উঠে আসে। এসব অনেক শুনেছি। সেসব বিষয় থেকে এগিয়েও গিয়েছি। ও আসলে বাড়িয়ে বলে সবকিছু।”
আরও যোগ করে তিনি বলেন,”এমন বিষয় কীভাবে মোকাবিলা করতে হয়, তা এতদিনে শিখে গিয়েছি। প্রতিকূল পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসতে হয় সেই বিষয়ে আমি মানসিকভাবে ভাল জায়গায় ছিলাম। এই বছর আসলে সকলকে পরীক্ষায় ফেলেছে।”
সেওয়াগের মন্তব্য নিয়ে এই প্রথম সামনে এল ম্যাক্সওয়েলের বড় বয়ান। তবে অনেক সমালোচক কি বলছেন নিজের নামের প্রতি সুবিচার না করলে আগামী দিনে বিরূপ সমালোচনা সহ্য করতেই হবে ম্যাক্সওয়েলকে।এবারেও গোটা আইপিএলে পাঞ্জাবের হয়ে তেরোটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ম্যাক্সওয়েল। একটি ম্যাচেও পরিচিত মারকুটে ব্যাটিং দেখা যায়নি। শুধু তাই নয় একটি ছয়ও আসেনি তার ব্যাট থেকে। তার আইপিএলে এ বছরের গড় ১৫.৪২ রান ১০৮ এবং স্ট্রাইক রেট ১০১.৮৮। জাতার মত স্বনামধন্য ব্যাটসম্যানের পক্ষে ভীষণই খারাপ।