দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃকাল আইএসএলের উদ্বোধনী ম্যাচের কেরালার বিরুদ্ধে ৬৮ মিনিটের মাথায় জালে বল জড়িয়ে দিয়ে গোলকিপার অ্যালবিনো গোমসকে পরাস্ত করেছিলেন রয় কৃষ্ণা। এই ১-০ গোলের ব্যবধানেই শেষ পর্যন্ত কাল জয় তুলে নেয় সবুজ মেরুন বাহিনী। অনেকগুলি সুযোগ কাজে লাগাতে না পারলেও সঠিক সময়ে গোল তুলে নিয়ে কাল ব্যবধান বাড়িয়ে নিতে সক্ষম হয়েছিল এটিকে মোহনবাগান।
আর তারপর থেকেই ফ্যানেদের মুখে শোনা যাচ্ছে বিখ্যাত সিনেমা “এগারো” গান “আমাদের সূর্য মেরুন নাড়ির যোগ সবুজ ঘাসে/ আমাদের খুঁজলে পাবে সোনায় লেখা ইতিহাসে”।যদিও এই গান এটিকে মোহনবাগানের থিম সং নয়। কিন্তু সর্মথকরা কোথাও না কোথাও এই গানের মধ্যেই খুঁজে পেয়েছিলেন নাড়ির যোগ। থিম সং-এর এই আবেগের কথা মাথায় রেখেই এবার নিজেদের অফিসিয়াল থিম সং রিলিজ করল এটিকে মোহনবাগান।
সমর্থকদের উদ্দেশ্যে গানটির ভিডিও টুইট করা হয় ক্লাবের পক্ষ থেকে। এই গানটি গেয়েছেন ঊষা উত্থুপ। বাঙালির আবেগের কথা মাথায় রেখেই গানটি শুরুর আগে উলু এবং শঙ্খধ্বনির ব্যবহার করেছেন সুরকার শান্তনু মৈত্র। তবে জয়ের শুভেচ্ছা জানালেও অনেক সমর্থকই জানিয়েছেন এই গান তাদের খুশি করতে পারেনি। বরং এই গান সামনে আসার পরেও অনেকেই “এগারো” ছবির গানের কথাই আবার লিখতে থাকেন।