দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অস্ট্রেলিয়া সিরিজকে কেন্দ্র করে সমর্থকদের উচ্ছ্বাস যে চিরকালই তুঙ্গে নিয়ে কোন সন্দেহ নেই। তবে করণা অতিমারির মধ্যে ক্রিকেট সংক্রান্ত উন্মাদনা যে এতখানি কার্যকরী ভূমিকা পালন করবে তা হয়তো ভাবতে পারেননি কেউই। আসন্ন ভারত অস্ট্রেলিয়া সিরিজের জন্য ৫০℅ দর্শককে মাঠে আসার অনুমতি দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচের টিকিট এখনই নিঃশেষিত বলে জানিয়েছে তারা। কিডনি এবং ক্যানবেরায় টেস্ট সিরিজের আগে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। সেই ম্যাচ গুলিতেই মাঠে আসার অনুমতি ছিল ৫০℅ দর্শকের, আর বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, সমস্ত টিকিট নিঃশোষিত।
মূলত অস্ট্রেলিয়ায় বসবাসকারী এশিয়ার নাগরিকের সংখ্যা কম নয়। বোর্ডের অনুমান মাঠে এসে খেলা দেখার উন্মাদনা প্রবল তাদের মধ্যেই। ইতিমধ্যে টেস্ট ক্রিকেটের জন্যেও ৫০% দর্শককে মাঠে প্রবেশের অনুমতি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতেও এভাবে টিকিট বিক্রি নিয়ে যথেষ্ট খুশি তারা। অতিমারির ফলে বেশ ধাক্কা লেগেছিল অস্ট্রেলিয়া বোর্ডের কোষাগারে। সেই সমস্যা যে এখন কিছুটা মিটবে এ নিয়ে কোন সন্দেহ নেই।
অন্যদিকে ইতিবাচক ইঙ্গিত মিলেছে অ্যাডিলেড টেস্টকে কেন্দ্র করেও। কিছুদিন আগেই অ্যাডিলেডে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এয়ারলিফট করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল টিম পেন সহ অস্ট্রেলিয়ান দলকে। ফলত অ্যাডিলেড টেস্ট ঘিরে তৈরি হয়েছিল আশঙ্কার মেঘ। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী শনিবার থেকে লকডাউন বেশ কিছুটা শিথিল করা হচ্ছে ব্র্যাডম্যানের শহরে। আর এই কারনেই ১৭ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট অ্যাডিলেডেই করতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শেষ পর্যন্ত পরিস্থিতি বোর্ডের পক্ষে অনুকূল হয় কিনা সেদিকেই এখন নজর থাকবে সকলের।