দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারত অস্ট্রেলিয়া আসন্ন টেস্ট সিরিজ নিয়ে ইতিমধ্যেই বয়ানবাজি শুরু হয়ে গিয়েছে। একের পর এক বয়ান এসেছে দুই তরফেই রিকি পন্টিং, জন বুকানান থেকে শুরু করে জেসান গিলেসপি অ্যালেন বর্ডার অবধি নিজেদের মতামত রেখেছেন সমস্ত প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকারাই। শুধু অস্ট্রেলিয়ার নয় ভারত অস্ট্রেলিয়া সিরিজ সম্পর্কে মতামত দিয়েছেন শোয়েব আক্তার,রামিজ রাজার মতো পাক ক্রিকেটাররাও।এবার সেই তালিকায় যোগ দিলেন জস হেজেলউড।অস্ট্রেলিয়ান এই জোরে বোলার কোহলিদের বিরুদ্ধে প্রতিপক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন আসন্ন সিরিজে।
তার আগে যশপ্রীত বুমরাহকে নিয়ে নিজের মতামত পেশ করলেন এই অজি তারকা।তিনি বলেন, “বুমরাহ সম্ভবত সবচেয়ে এগিয়ে। বোলিং অ্যাকশনের কারণেই সে আলাদা। সারাদিন একইরকম গতিতে বল করতে পারে। ওকে সামলানোই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন বলে যেমন উইকেট নিতে পারে, পুরনো বলেও কার্যকরী। আমাদের লক্ষ্য হল, অনেক ওভার বোলিং করাতে বাধ্য করতে হবে বুমরাহকে। প্রথম দুই টেস্টেই ওকে ক্লান্ত করে তোলার চেষ্টা করতে হবে। তাহলে আমাদের সুবিধা হতে পারে।”
আসন্ন সিরিজে কোহলি না থাকায় বড় বিপদে পড়তে পারে ভারত। সে ক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে বুমরাহকেও। কম রানে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করতে গেলে ইশান্ত শর্মা এবং মোহাম্মদ শামিদের পাশাপাশি দায়িত্ব থাকবে বুমরাহের উপরেও। আর সেই কারণেই তাকে ‘ওভার-বোল’ করিয়ে ক্লান্ত করে দেবার রণনীতির ওপরেই জোর দিচ্ছেন হেজেলউড। একথা ঠিক যে বড় সিরিজে ফিটনেস ধরে রাখা জোরে বোলারদের পক্ষে যথেষ্ট কঠিন।
চার ম্যাচের টেস্ট সিরিজ যথেষ্ট লম্বা এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই গোটা সিরিজ জুড়ে অতিরিক্ত বোলিং এর ফলে ক্লান্তি আসা খুবই স্বাভাবিক। তাই বুমরাহকে সঠিকভাবে ব্যবহার করতে অধিনায়ক কি রণনীতি নেন সেটাই এখন দেখার।