দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ লাগাতার জল্পনা চলার পর নিজের চোখ নিয়ে এই প্রথমবার বড় বয়ান দিলেন রোহিত শর্মা। তিনি বলেন, “এটা তেমন কোন গম্ভীর বিষয় নয়। আমার হ্যামস্ট্রিংয়ের চোট এখন পুরোপুরি সুস্থ। আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই এবং সেই কারণেই আমি এনসিএতে প্র্যাকটিস করছি। আমি এই বিষয়ে কোন খামতি রাখতে চাইনা। আমি জানি না লোকে কি বলছে, তারা কোন সম্পর্কে কথা বলতে চাইছে। আমি লাগাতার বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক রেখে চলেছি।আমি তো পরিষ্কার জানিয়েছিলাম সুস্থ না হলে আমি প্লে-অফস খেলব না। সুস্থ ছিলাম বলেই আমি ফাইনালে খেলেছি।”
সংবাদমাধ্যম ‘স্পোর্টস তক’ দেওয়া তার এই বয়ানের ফলে যথেষ্ট বিতর্ক তৈরি হল আবার। কিছুদিন আগেই বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তার কাছে থাকা খবর অনুযায়ী রহিত ৭০% ফিট। আর সেই কারণেই ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য তাকে দলে রাখেনি নির্বাচকমণ্ডলী। সৌরভ সেদিন এও জানান, আপনারা রোহিতকেই তার চোট সম্পর্কে জিজ্ঞেস করছেন না কেন?
আর তারপরেই সামনে এলো রোহিত শর্মার এই বয়ান। যা অনেক ক্ষেত্রেই মিলছেনা বিসিসিআইয়ের বয়ানের সঙ্গে। অথচ রোহিত পরিষ্কার জানিয়েছেন তিনি লাগাতার বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন। নির্বাচকমণ্ডলীর সঙ্গে রোহিতের বক্তব্যেরই মতভেদের কারণ খুঁজে পাচ্ছেন না অনেকেই। তাই আবার অনেক ক্ষেত্রে উঠে আসছে পক্ষপাতিত্বের জল্পনার ইঙ্গিত।রোহিতের এই বয়ানের পর পাল্টা কোন জবাব অবশ্য আসেনি বিসিসিআই তরফে।