দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলে ছিল বলিউডি ব্যাটেল। অর্থাৎ মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এবং মুম্বাই সিটি এফসি। আজ একদিকে ছিলেন লোবেরা আর অন্যদিকে ছিলেন ক্যাসানোভা। প্রথম থেকেই লোবেরার রীতি অনুযায়ী আজ দ্রুতগতিতে আক্রমণ তুলে আনার চেষ্টা করে মুম্বাই। ১৩ মিনিটের মাথায় হুগো বোমোউসের কর্নার থেকে ভালো সুযোগও পায় তারা। যদিও আজ জালে বল রাখতে পারেননি আহমেদ জাহু-অ্যাডাম লে ফন্ড্রেরা। তবে একটুও হতোদ্যম না হয়ে বারবার আক্রমণ তুলে আনতে কোন ভুল করেননি মুম্বাই সিটি এফসি। প্রথম মিনিট কুড়ির মধ্যেই চার চার বার গোলের জন্য শট নেয় তারা। ফলে শুরুতেই বেশ কিছুটা ডিফেন্সিভ মোডে চলে যায় নর্থইস্ট ইউনাইটেড।
প্রথম অর্ধের শেষের দিকে নর্থইস্ট ইউনাইটেড কিছু বিক্ষিপ্ত আক্রমণ তুলে আনলেও কেমন ভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেননি কেওসি আপ্পিয়ারা। কিন্তু ৪২ মিনিটের মাথায় কামারাকে অপ্রয়োজনীয় ট্যাকেল করতে গিয়ে লাল কার্ড দেখে বাইরে চলে যেতে হয় আহমেদ জাহুকে।ফলে এগারো জনের দল থেকে দশজন হয়ে পড়ে মুম্বাই সিটি এফসি। দুরন্ত লড়াই করলেও প্রথমার্ধে গোলের মুখ খুলতে পারেনি কোন দলই। মুম্বাই সিটি এফসি একের পর এক দূরপাল্লার শট খেললেও টার্গেটে রাখতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৮ মিনিটের মাথায় কর্নার থেকে উড়ে আসা বলে মুম্বাই ডিফেন্ডারদের হাত লাগায় পেনাল্টি কনসিড করতে হয় তাদের। ফলে ১-০ গোলে এগিয়ে যাবার সহজ সুযোগ চলে আসে নর্থইস্ট ইউনাইটেডের সামনে। আজ আর অমৃন্দরকে পরাস্ত করতে কোন ভুল করেননি কেওসি আপ্পিয়া। ফলে শুরুতেই চাপ আরো বেড়ে যায় মুম্বাই সিটি এফসির জন্য। দশজনের দল নিয়ে এরপর ম্যাচে ফিরে আসা যথেষ্ট শক্ত হয়ে পড়ে তাদের পক্ষে।দ্বিতীয়ার্ধের মধ্যে পর্বে কর্নার থেকে আজ বড় সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সার্থক গোলুই।
আজ কামারা, ফক্স এবং ল্যামবোর্ট যেভাবে থামিয়ে দিয়েছেন ওগবেচে-ফন্ড্রেদের তা সত্যিই অনবদ্য। অবশ্যই আজ প্রশংসা করতে হবে লিভারপুলের অভিজ্ঞতাসম্পন্ন কোচ জেরার ক্যাসানাভোরও। যেভাবে শুরুর দিকে মুম্বাইয়ের আক্রমণ সামলেও হতোদ্যম না হয়ে ম্যাচে ফিরেছে তার ছেলেরা তা সত্যিই অসাধারণ।