দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলের রবিবাসরীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে বেঙ্গালুরু এবং এফসি গোয়া। গত মরসুমে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত পারফরম্যান্স দিয়েছিল গোয়া। তাই তাদের আত্মবিশ্বাস যে এখন তুঙ্গে এ নিয়ে কোন সন্দেহ নেই। নতুন কোচ ফার্নান্ডোর পরামর্শে বেঙ্গালুরু বিরুদ্ধে তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া তারা।
অন্যদিকে অবশ্যই বেঙ্গালুরু চাইবেনা এক ইঞ্চি জমি ছাড়তে। আইএসএল এর প্রথম দুটি ম্যাচ যেমন ভীষণ উত্তেজক ছিল তেমনই এই ম্যাচও উত্তেজক হতে চলেছে। আগামী মরসুমে এফসি কাপে মাঠে নামবে ব্যাঙ্গালুরু।তার আগে এবছর আইএসএলে কোন রকম খামতি রাখতে চাইবে না তারা।


যদিও খাতায়-কলমে দেখতে হলে এফসি গোয়া আজকের ম্যাচে শুরু করবে একটু পিছিয়ে থেকে। তবে খেলার ক্ষেত্রে কিছুই বলা যায় না। তাদের প্রধান খেলোয়াড় অবশ্যই গোলকিপার মোহাম্মদ নওয়াজ। তবে নজর থাকবে ইভান গঞ্জালেজ, জর্জ অটিজদের দিকে। যদিও ক্লাব থেকে মন্দার রাও দেসাই, হুগো বমোউসের খেলোয়াড়রা ছেড়ে চলে গেছেন মুম্বাই সিটি এফসিতে। তবে দল অনেকটাই সাজানোর চেষ্টা করেছেন ফার্নান্ডো।


অন্যদিকে বেঙ্গালুরু এফসির ক্ষেত্রে অবশ্যই নজর থাকবে ভারতীয় তারকা তথা অধিনায়ক সুনীল ছেত্রীর দিকে। তাছাড়া দলে রয়েছেন খাবরা,রাহুল বেখ, প্রতিক চৌধুরি এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর দিকেও সকলেরই নজর থাকবে। রক্ষণ বিভাগে যথেষ্ট প্রভাব ফেলতে পারেন স্প্যানিশ ডিফেন্ডার জুন্নান। এছাড়া অবশ্যই আজ প্রধান লড়াই থাকবে গোয়ার লেনী রদ্রীগেজ এবং ব্যাঙ্গালুরুর দিমাস দেলগাডোর মধ্যে।