দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আসন্ন অস্ট্রেলিয়া ভারত সিরিজ নিয়ে ইতিমধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়েছে ক্রিকেটমহলে। পাক ক্রিকেটার শোয়েব আক্তার, রামিজ রাজা থেকে শুরু করে অস্ট্রেলিয়ান প্রাক্তনী অ্যালান বর্ডার, গ্লেন ম্যাকগ্রা, জেসান গিলেসপি, রিকি পন্টিং অবধি সকলেই নিজেদের মতামত দিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন কিউয়ি তারকা শেন বন্ড। ভারত নিউজিল্যান্ডের ২০০২ সফর যাদের মনে আছে। তারা হয়তো কখনোই ভুলতে পারবেন না এই কিউয়ি পেসার।
সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ থেকে শুরু করে ক্রিকেটের ভগবান শচীন টেন্ডুলকারকে পর্যন্ত সেই সিরিজে ভীষণ সমস্যায় ফেলেছিলেন বন্ড। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৯ টি উইকেট শিকারী বন্ডও মুগ্ধ বুমরাহের প্রশংসায়। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভারতের হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন বুমরাহ, এ নিয়ে অন্তত বন্ডের মনে কোন সন্দেহ নেই। তিনি বলেন,”বুমরা সব সময় নিজেকে ছাপিয়ে যেতে চায়। দক্ষতার সঙ্গে আত্মবিশ্বাস মিশেছে ওর খেলায়। আমার মনে হয়, বুমরাই এখন বিশ্বের সেরা ফাস্ট বোলার।ও বোলার নয় ও বন্দুক।”
শুরুর দিকে অবশ্য বুমরাহের অ্যাকশন নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল ক্রিকেটমহলে। তার বোলিং অ্যাকশন দেখে অনেকেই মানতে চাননি বেশিদিন ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন তিনি। তবে আপাতত টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলারদের মধ্যে অজিত আগারকারদের রেকর্ড ভেঙে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট শিকারী তিনি। সমস্ত ফরম্যাট মিলিয়ে দিলে আপাতত বুমরাহের ঝুলিতে রয়েছে ২১৩ উইকেট। এছাড়া অস্ট্রেলিয়াতেও টেস্ট ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন তিনি। এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন বন্ড বলেন,”বুমরা খেলা শুরুই করল না, তার আগেই লোকজন বলতে শুরু করে দিল একে দিয়ে কি কাজ হবে? ওর বোলিং অ্যাকশন অপ্রচলিত যা ওকে বাকিদের থেকে আলাদা করে দেয়। কিন্তু ও ভীষণ দক্ষ বোলার।”