দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআজ আইএসএলের রবিবাসরীয় লড়াইয়ে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং এফসি গোয়া। শুরু থেকেই লড়াই ছিল হাড্ডাহাড্ডি। কোরো,মন্দার, বোমোউসের মতো খেলোয়াড়রা না থাকা সত্ত্বেও আজ সম্পূর্ণ নতুন টিম নিয়ে মাঠে নেমেছিলেন কোচ ফার্নান্ডো। তবে বল পজিশন নিজেদের মধ্যে ধরে রাখতে আজ তেমন কোন ভুল করেননি এডু বেডিয়া আঙ্গুলোরা।কিন্তু স্টপ বলে চিরকালই ভালো বেঙ্গালুরু এফসি।
আজও ২৮ মিনিটের মাথায় বক্সের কাছাকাছি এলাকা থেকে থ্রো ইন পায় তারা। সীমানার ধার থেকে উড়ে-আসা খাবারার লম্বা থ্রো ইনে মাথা লাগাতে আজ কোন ভুল করেননি কেলটন সিলভা। ফলে প্রথমার্ধের মধ্যভাগেই নওয়াজকে পরাজিত করে ১-০ গোলের লিড তুলে নেয় বেঙ্গালুরু এফসি। বল পজিশন সম্পূর্ণ নিজেদের কাছাকাছি রাখলেও সেভাবে বিষাক্ত আক্রমণ তুলে আনতে পারিনি গোয়া। ফলত প্রথম অর্ধে লিড নিয়েই ডাগআউটে ফেরে বেঙ্গালুরু।
দ্বিতীয়ার্ধের শুরুতে গোয়া কিছুটা এটাকে ফেরার চেষ্টা করলেও ৫৭ মিনিটের মাথায় হুয়ানানের বলে আবার পিছিয়ে পড়েন তারা। এবারও একই ভাবে স্টপ বল থেকে হেডার দিয়ে বল হুয়ানানের পায় নামিয়ে দেন আশিক।বল পায়ে পরার পর গোলকিপার নওয়াজকে আরেকবার পরাস্ত করতে কোন ভুল করেননি তিনি। ফলে ২-০ গোলের বড় ব্যবধানে এগিয়ে যায় বেঙ্গালুরু।
ফলে মনে হয়েছিল হয়তো ব্যাঙ্গালোরের জয় অনেকটাই নিশ্চিত। কিন্তু অন্য অভিসন্ধি ছিল আঙ্গুলো, ব্র্যান্ডন এবং এডু বেডিয়াদের। বিশেষত দ্বিতীয়ার্ধে ব্র্যান্ডন মাঠে আসার পরেই। আরো বেশি সক্রিয় হয়ে ওঠে এফসি গোয়া। ৬৬ মিনিটে পায়ে বল পেয়েই প্রথম গোল শোধ করেন আঙ্গুলো। প্রথমবার ডিফেন্স ভেঙে পড়ার পর নিজেদের সাজিয়ে নেওয়ারও সময় পায়নি বেঙ্গালুরু এফসি। কারন ৬৮ মিনিটের মাথায় রোমারিওর পাস পেট দিয়ে গোলে ঠেলে দিয়ে গুরপ্রীত সিং সান্ধুকে দ্বিতীয়বার পরাস্ত করেন আঙ্গুলো।
অবশ্যই প্রশংসা করতে হবে কোচ ফার্নান্ডোরও।দু গোলে পিছিয়ে পড়ার পরও একটুও হতোদ্যম হয়নি গোয়া। নিজেদের বল পজিশন ধরে রেখে বারবার সংগঠিত আক্রমণ তুলে এনেছে তারা। আর সেই কারণেই পুরস্কারও পেয়েছে দল।এডু বেডিয়া, রোমারিও, ব্র্যান্ডন যেভাবে বারবার ডিফেন্স ভাঙ্গা পাস দিয়ে ব্যতিব্যস্ত করে তুলেছিল বেঙ্গালুরুকে তা ছিল দেখার মতো। ফলে দু গোলে এগিয়ে থাকার পরেও আজ ড্র দিয়েই মনের শান্তি পেতে হল সুনীলদের।