দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃঅস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে ভারতে ফিরছেন অধিনায়ক বিরাট কোহলি। প্রথম টেস্টের পরে তার এই ফিরে আসা নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে ক্রিকেটমহলে। পন্টিং বর্ডার স্টয়নিসদের মতো অজি তারকারা বিরাট কোহলির মতামতকে সমর্থন করলেও সমর্পণ করতে পারেননি অনেক ভারতীয় ক্রিকেট তারকাই।এর আগেও অনেকে ধোনির প্রসঙ্গ তুলে এনে বলেছেন বিশ্বকাপ চলাকালীন সন্তানের বাবা হয়েও মেয়ের মুখ দেখতে ভারতে ফিরে আসেননি মাহি।এই বিতর্কে এবার নতুন করে মুখ খুললেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির ফিরে আসা যথেষ্ট সমস্যায় ফেলতে পারে ভারতীয় দলকে।এ কথা মাথায় রেখেই তিনি বলেন,”মনে হয় না কোনও সফরে গিয়ে আমরা মাঝপথে ফিরে আসার বিলাসিতা দেখাতে পারতাম। আর এই বিষয়ে আমি নিশ্চিত। সুনীল গাভাস্কর তো মাসের পর মাস ছেলের মুখই দেখতে পায়নি। তখন ব্যাপার অন্য রকম ছিল। তবে, পরিস্থিতি বদলায়। কোহালির প্রসঙ্গে বলতে পারি, বাবার মৃত্যুর পরের দিনই ও মাঠে নেমে পড়েছিল। আর এখন ও বাবা হওয়ার জন্য ছুটি নিচ্ছে। এখন এ রকমটা হয়ত করা যায়।”
কোনির এই সিদ্ধান্তকে বিলাসিতা বলেও এদিন কটাক্ষ করেন অন্যতম সেরা এই ভারতীয় অলরাউন্ডার। তিনি এও মনে করেন যে কোহলির অনুপস্থিতি যথেষ্ট প্রভাব ফেলবে ভারতের খেলায়। তাছাড়া মনে রাখতে হবে যে এবারে সিরিজে রয়েছেন স্মিথ-ওয়ার্নার। তাই ভারতের জয় মোটেই সহজ হবে না কোহলির না থাকায়। কপিল আরও যোগ করেন,”বিমানে চেপে এখন তো তিনদিনের মধ্যে যাওয়া আসা করা যায়। আমি খুশি আজকের খেলোয়াড়রা এটা করার সুযোগ পাচ্ছে। তবে সন্তানের জন্মের থেকে বড় প্যাশন হয়না।”
এর আগে এ ব্যাপারে নিজেদের মতামত দিয়েছিলেন সুনীল গাভাস্কার, হরভজন সিংহ, ভিভিএস লক্ষণের মত তারকা ক্রিকেটাররা। সকলেই একবাক্যে স্বীকার করে নেন যে কোহলির অনুপস্থিতি যথেষ্ট চাপে ফেলতে পারে টিম ইন্ডিয়াকে।