দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দ্রুত উড়ান না ধরলে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে মাঠে নামতে সমস্যা হতে পারে ইশান্ত এবং রোহিতের পক্ষে। এমনটাই মন্তব্য করলেন দলের হেড কোচ রবি শাস্ত্রী। বর্তমানে চোটের কারণে জাতীয় আকাদেমিতে শুশ্রূষায় মনোযোগ দিতে হয়েছে রোহিত শর্মা এবং ইশান্ত শর্মাকে।গত কয়েকদিন আগেই অবশ্য চোট সারিয়ে অনুশীলনে নেমেছিলেন রোহিত। তবে তিন-চার দিনের মধ্যে উড়ান না ধরলে কোয়ারেন্টাইনে কেটে যাবে অনেকগুলো দিন। ফলতো প্রথম ম্যাচে রোহিতের মাঠে নামা নিয়ে তৈরি হতে পারে জটিলতা।
এদিন এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন,”রোহিত আপাতত জাতীয় অ্যাকাডেমিতে রয়েছে। কবে সে অস্ট্রেলিয়া উড়ে আসতে পারবে এ সিদ্ধান্ত নেবে বোর্ডই।কিন্তু বেশিদিন অপেক্ষা করতে বলা হলে টেস্টে খেলা কঠিন হয়ে যাবে ওদের। তারুন কোয়ারেন্টাইনেই কেটে যাবে ১৪ দিন। তাই সময়মত ওদের পাওয়া যাবে কিনা তা নিয়ে প্রশ্ন তো রয়েছেই।”
১৭ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। অন্যদিকে ১১ ডিসেম্বরের মধ্যে মাঠে নেমে অন্তত একটা প্রস্তুতি ম্যাচ খেলতে হবে রোহিতদের। বোর্ডের বর্তমান নিয়ম অনুযায়ী চার দিনের প্রস্তুতি ম্যাচ ছাড়া মূল খেলায় অংশগ্রহণ করতে পারবেন না কেউই। তাই শাস্ত্রী বলেন,”সাদা বলের ক্রিকেটে রোহিতের খেলার কথা ছিল না। টেস্ট সিরিজেই খেলানো হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু আবারও বলি,আগামী তিন-চার দিনের মধ্যে অস্ট্রেলিয়া বিমান ধরতে না পারলে টেস্ট সিরিজে মাঠে নামা শক্ত হবে ওদের পক্ষে।”
পিতৃত্বকালীন ছুটি নিয়ে প্রথম টেস্টের পর দেশে ফিরবেন বিরাট কোহলি। শেষ টেস্টে তার আদৌ ফেরার সম্ভাবনা আছে কিনা এ নিয়েও আজ মতামত সাফ করে দেন শাস্ত্রী। তিনি বলেন,”এই বিশেষ মুহূর্ত জীবনে বারবার আসে না। এ সময়ও যদি পরিবারের পাশে থাকতে চায় ক্ষতি কি? বর্তমান কোয়ারেন্টাইনের নিয়মে শেষ টেস্টে ওর মাঠে ফেরা কোনভাবেই সম্ভব নয়। যদি কোয়ারেন্টাইনের নিয়ম কিছুটা শিথিল হয়,সে ক্ষেত্রেই একমাত্র ভেবে দেখা যেতে পারে।”
ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শুরুতেই গোলাপি বল দিয়ে সফর শুরু করতে হবে ভারতকে। একমাত্র বাংলাদেশ ছাড়া কারও বিরুদ্ধেই গোলাপি বলে মাঠে নামেনি ভারত। এ প্রসঙ্গেও এদিন মুখ খোলেন কোচ রবি শাস্ত্রী। তিনি বলেন,”গোলাপি বলের টেস্টে অস্ট্রেলিয়া অনেকটাই এগিয়ে। আমাদের একটি ম্যাচের ভালো অভিজ্ঞতা আছে। যদিও বিপক্ষ ছিল বাংলাদেশ। বলা যেতে পারে আমাদের কাছে আরো একটি শেখার সুযোগ থাকছে।”
রোহিত শর্মা এবং ইশান্তকে কেন্দ্র করে বল এখন বিসিসিআইয়ের কোর্টে। তাই আগামী তিন-চার দিনের মধ্যে কি সিদ্ধান্ত নেয় বিসিসিআই সেদিকে নজর থাকবে সকলেরই।