দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বিভিন্ন রকম ঝামেলাকে দূরে সরিয়ে শেষ অবধি আই এস এল খেলার ছাড়পত্র জোগাড় করে নিয়েছে ইস্টবেঙ্গল। আপাতত ২৭ তারিখ এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে তারা। এই ডার্বি ম্যাচ নিয়ে যেমন কলকাতায় উত্তেজিত সকলে, তেমনি উত্তেজনা রয়েছে খেলোয়াড়দের মধ্যেও। নিজেদের প্রথম ম্যাচে ইতিমধ্যেই জয় তুলে নিয়েছে এটিকে মোহনবাগান। এখনও আই এস এলে খেলা শুরু করেনি লাল-হলুদ বাহিনী। তারা প্রথম শুরু করবে ২৭ তারিখ চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে।
তবে কেরালাকে হারানোর পর আপাতত ফর্ম অনুযায়ী অনেকটাই তুমকে রয়েছে এটিকে মোহনবাগান। অবশ্য ডার্বি ম্যাচ নিয়ে তৈরি ফাউলারের দলও। ইতিমধ্যেই প্রস্তুতি ম্যাচে কেরালাকে পরাজিত করেছে তারা। দলের অন্যতম তারকা পিলকিংটন জানিয়েছেন, যেকোনো প্রকারে এই ম্যাচ জিততে চায় লাল-হলুদ বাহিনী।
অন্যদিকে গত ম্যাচে চোট পেয়েছেন এটিকে মোহনবাগানের অন্যতম তারকা সোসাইরাজ। ফলে আপাতত তাকে বাদ দিয়েই প্রস্তুতি শুরু করতে হয়েছে হাবাসকে।রবিবার সকালেও রয় কৃষ্ণা, প্রবীর দাসদের নিয়ে মাঠে ঘন্টাখানেক অনুশীলন করে এটিকে মোহনবাগান। তবে শনিবার চোটের জায়গাটা ভীষণ ফোলা থাকলেও তাই এখন অনেকটাই সুস্থ সোসাইরাজের। তবে মাটিতে পা ফেলতে গেলে এখনো ব্যথা রয়েছে। তাই আপাতত তাকে বাদ দিয়েই ৩-৫-২ ছকে পরিকল্পনা সাজাচ্ছেন হাবাস। তার বিকল্প হিসেবে শুভাশীষ বসুকেও তৈরি করা হচ্ছে। প্রণয় হালদার, প্রীতম কোটালদের মতো ডার্বিতে খেলার অভিজ্ঞতা রয়েছে শুভাশীষেরও। এডু গার্সিয়া,রয় কৃষ্ণারা জানিয়ে দিয়েছেন,এদিনের ম্যাচেও কোনো রকম কোনো খামতি রাখতে চান না তারা।
অপরপক্ষে রবি ফাউলারের নেতৃত্বে নিজের সবটুকু ঢেলে দিচ্ছেন ইস্টবেঙ্গলের খেলোয়াড়রাও। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তাদের প্রস্তুতি পর্ব। সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও। সবমিলিয়ে ডার্বি ম্যাচের উত্তেজনায় এখন ফুটছে কলকাতা।