দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ শীতের শহরে ২৪ ঘণ্টার মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেবে দুটো ডার্বি। একদিকে যেমন ২৭ তারিখ আইএসএলের লড়াইয়ে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল। তেমনি ২৮ নভেম্বর শুরু হতে চলেছে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের ডার্বি ম্যাচ। কারণ এখানেও মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। ফুটবল ক্রিকেট দুই খেলার সমর্থকরাই এখন উত্তেজনায় ফুটছেন। কারণ তাদের প্রিয় দুই প্রতিদ্বন্দ্বী দু-দুবার ময়দানে নামতে চলেছে ২৪ ঘণ্টার ব্যবধানে।
আসন্ন টি-টোয়েন্টি লিগের জন্য রবিবারই খেলার সময় সূচি ঘোষণা করেছে সিএবি। আর সেখানেই দেখা গেল ২৮ নভেম্বর মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান।যেহেতু গত মরশুমে শীর্ষ দল হিসেবে শেষ করেছিল মোহনবাগান। তাই প্রথম মাঠে নামবে তারাই। প্রতিপক্ষ কাস্টমস। সব টিমের ক্রিকেটাররা ইতিমধ্যেই রয়েছেন বায়ো বাবেলে। টুর্নামেন্ট চলাকালীন কেউই এই জৈব সুরক্ষা বলয় ছাড়তে পারবেন না।
মোহনবাগান অধিনায়ক অনুষ্ঠুপ মজুমদার জানান,”প্রায় আট মাস আগে শেষ ম্যাচ খেলেছিলাম। আবার ক্রিকেটে ফিরতে পারছি এর থেকে ভালো কিছু হয় না। সিএবি-কে ধন্যবাদ এরকম একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য।এখানে এর আগে এই ফরম্যাটে টুর্নামেন্ট হয়নি। ড্রাফটিংয়ের ব্যাপারটিও বেশ ভালো। সবচেয়ে বড় কথা হল সব দলের শক্তি প্রায় সমান। টুর্নামেন্টটা খুব ভালো হবে।”
অন্যদিকে ইস্টবেঙ্গল এখনো ফিরে পাচ্ছে না অভিমুন্যকে। এদিন অধিনায়ক অর্ণব নন্দী জানান,”মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে। অনেকদিন পর আবার ক্রিকেট ফিরছে। আমরা সকলেই এই ধরনের একটি আলাদা টি-টোয়েন্টি টুর্নামেন্ট চাইছিলাম।”