দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ কিছুদিন আগেই কলকাতার একটি পুজোমণ্ডপে কালী পূজার অনুষ্ঠানে এসে বাংলাদেশি সমর্থকদের রসের কারণ হয়ে ওঠেন সাকিব আল হাসান। একটি ছবিতে দেখা যাচ্ছিল বিধায়ক পরেশ পালের কালী পূজার অনুষ্ঠান পালনে এসেছেন সাকিব।
মুসলিম ধর্মের মানুষকে কেন তিনি হিন্দুদের পূজা অনুষ্ঠান উদ্বোধন এলেন। এই নিয়ে প্রশ্ন তোলে অনেকেই।বিশেষত বাংলাদেশি সমর্থকদের একাংশ তো সাকিবের উপর ভীষণ ক্ষেপে ওঠে। মহসিন নামের এক বাংলাদেশী নাগরিক প্রকাশ্যে খুন করার হুমকিও দেন সাকিবকে।
এর পরেই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশী নাগরিকদের কাছে ক্ষমা চেয়ে নেন সাকিব।তিনি বলেন, “আমার ভুল হয়ে থাকলে আমি অবশ্যই আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। খবর কিংবা সামাজিক মাধ্যমে বলা হচ্ছে, আমি নাকি পুজোর উদ্বোধন করতে গিয়েছিলাম। আমি কখনোই পুজো উদ্বোধনে করিনি কিংবা উদ্বোধন করতে যাইনি। একজন সচেতন মুসলমান হিসেবে আমি তা করবও না! আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করার কোনও উদ্দেশ্য আমার ছিল না। আমার মনে হয় ইসলাম একটি শান্তির ধর্ম। ভবিষ্যতে আমি ইসলামের নির্দেশ মেনে চলার চেষ্টা করব।”
সাকিবের এই ক্ষমা চাওয়ার পরে বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন নিজের মতামত প্রকাশ করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি লিখে জানান তার সম্পূর্ণ মতামত, যার শুরুতেই তিনি বলেন,
“সাকিবের ক্ষমা চাওয়ার ভিডিওটি দেখে লজ্জা পেলাম। আমার বিরুদ্ধে নব্বই সাল থেকে টানা তিন বছর মৌলবাদী আন্দোলন চলেছিল, আমাকে হত্যা করার জন্য উন্মাদ হয়ে উঠেছিল লাখো মৌলবাদী, নির্বিঘ্নে আমার মাথার মূল্য ঘোষণা করেছিল জিহাদি নেতারা — কই আমি তো একবারও ভাবিনি আমাকে ক্ষমা চাইতে হবে! সরকার আমার বিরুদ্ধে মামলা করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, আমাকে দু’মাস জীবনের ঝুঁকি নিয়ে অন্তরীণ থাকতে হয়েছিল, কই একবারও তো মনে হয়নি ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে হবে আমাকে? আমার শুধু মনে হয়েছিল, আমি কোনও অন্যায় করিনি, আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন ওঠে না। ক্ষমা যদি কারও চাইতেই হয়, ওদের চাইতে হবে আমার কাছে।”
এক সময় ইসলাম ধর্ম বিরোধী বেশ কিছু কথা বলায় দেশ থেকে বিতাড়িত হতে হয় তাসলিমাকে। তবে কোনোদিনই তিনি তার প্রতিবাদী মনোভাব ছাড়েননি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বারবারই নিজের মতামত প্রকাশ করেছেন বিভিন্ন বিষয়ে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।
(তার দীর্ঘ লেখাটির অংশবিশেষ উল্লেখিত হলো এই প্রতিবেদনে। নীচে রইল সম্পূর্ণ লেখাটির লিংক।)
https://m.facebook.com/story.php?story_fbid=2207529559391490&id=100004034030498&sfnsn=wiwspmo