দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজকের আই এস এল ম্যাচে মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এফসি এবং ওড়িশা এফসি। শুরু থেকেই যথেষ্ট দ্রুত গতিতে খেলা শুরু করে দুই দলই। প্রথম অর্ধে শুরুর দিকেই দুরন্ত সুযোগ পেয়ে যায় হায়দ্রাবাদ। যদিও অর্শদ্বীপ সিংকে পরাজিত করতে পারেনি তারা। অন্যদিকে তেমন ভাবে আজ শুরুর দিকে আক্রমণ তুলে আনতে পারেনি। মিডফিল্ডে সেভাবে সক্রিয় হতে পারেননি সৌরভ মেহের কিম্বা মার্সেলিনহোরা।ফলে নামের প্রতি সুবিচার করতে পারেননি মাউরিসিও কিম্বা ম্যানুয়াল ওনু।
অন্যদিকে হায়দ্রাবাদের পক্ষ থেকে সান্তানা,ইয়াসির, হরিচরণ নার্জারি এবং নিখিল পূজারী যথেষ্ট আক্রমণ তুলে আনলেও সেভাবে ভালো পরিশেষ করতে পারেননি। দুটি ভালো সুযোগ পেলেও হেড করে বল জালে জড়িয়ে দিতে পারেননি অধিনায়ক সান্তানা।কিন্তু বক্সের ভিতরে ভুল টেলরের ভুল ট্যাকেলের কারণে পেনাল্টি পেয়ে যায় হায়দ্রাবাদ। পেনাল্টি বক্সের মধ্যে স্লাইডিং ট্যাকেল করতে গিয়ে বল হাতে লাগিয়ে ফেলেন তিনি। এবার আর বল জালে জড়িয়ে দিতে কোন ভুল করেননি আরিদানে সান্তানা। ফলে ৩৪ মিনিটের মাথায় ১-০ গোলের ব্যবধানে এগিয়ে যায় তারা।তবে অবশ্যই বলতে হবে অর্শদীপের কথা মূলত তার দুরন্ত গোলকিপিংয়ের কারণেই মুহুর্মুহু আক্রমণ করেও প্রথম অর্ধে আর ব্যবধান বাড়িয়ে নিতে পারেনি হায়দ্রাবাদ। প্রথমার্ধের একদম শেষপর্বে মার্সেলিনহোর সুন্দর ওড়ানো বল থেকে ভালো সুযোগ পেলেও হেড করে বল গোলে পৌঁছে দিতে পারেননি টেলর। ফলে প্রথম অর্ধের শেষে ১-০ গোলের লিড নিয়েই বিশ্রামকক্ষে ফেরে হায়দ্রাবাদ।
দ্বিতীয়ার্ধের শুরুতেও একইরকম বারবার আক্রমণ তুলে আনতে থাকে হায়দ্রাবাদ। নিজেদের দখলে বল রাখতেও আজ যথেষ্ট সফল হয় তারা। দ্বিতীয়ার্ধের প্রথম পর্বে প্রায় একক প্রতিভায় গোলের মুখ খুলে দিতে চেষ্টা করেন ইয়াসিরের জায়গায় আসা লিস্টন কোলাশ। যদিও একটুর জন্য অভীষ্ট পূরণ হয়নি তার। আজ একেবারেই তেমনভাবে ভালো আক্রমণে উঠে আসতে পারেনি ওড়িশা। দ্বিতীয়ার্ধ যথেষ্ট সক্রিয় হতে পারেননি ম্যানুয়াল ওনু বা মাউরিসিও। ডেথ বলেও আজ ভীষণ সক্রিয় ছিল হায়দ্রাবাদ। বিশেষত শাস্ত্রে যেভাবে আজ বারবার খুঁজে নিয়েছেন সান্তনাকে, তা সত্যিই অনবদ্য।
আজ সত্যিই অনবদ্য ফুটবল খেলে ১-০ গোলের ব্যবধানে জয় তুলে নেয় হায়দ্রাবাদ। যদিও স্কোরলাইন তারা বাড়িয়ে নিতে পারত অনেকবারই। কিন্তু কিছুটা দুর্ভাগ্য এবং কিছুটা প্রথম ম্যাচের অসাচ্ছন্দ্য তাদের স্কোরলাইন বাড়িয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়।