দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আজ আইএসএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাইয়ান এফসি এবং জামশেদপুর এফসি। একদিকে যেমন জামশেদপুর ছেড়ে গেছেন অভিজ্ঞ গোলকিপার সুব্রত পাল। আইএসএলে এর আগে অবধি ছবার মুখোমুখি হয়েছে এই দুই দল। একবার জিততে পেরেছে জামশেদপুর এবং দুইবার জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাইয়ান এফসি। এবং তিনটি ম্যাচ শেষ পর্যন্ত শেষ হয়েছে ড্র দিয়ে।
পরিসংখ্যান কিছুটা চেন্নাইয়ের দিকে ঝুঁকে থাকলেও আজ ম্যাচ বদলে দিতে পারে জামশেদপুর। বিদেশি খেলোয়াড়দের মধ্যে তারা মূলত নির্ভর করে থাকবে পিটার হার্টলে, স্টিফেন এজে, রিকি লালউমওউমা, ইসাক ভানমালসাউমা, অ্যালেক্স লিমা, নেরিজুস ভালসকিসদের ওপর। দেশীয় প্লেয়ারদের মধ্যেও প্রতিভাধর জ্যাকিচাঁদ সিং,অমরজিত সিং কিয়াম রয়েছেন দলে। সুতরাং টিম হিসেবে খুব খারাপ দেখাচ্ছেনা জামশেদপুরকে।এখন কিভাবে আক্রমণের রণনীতি সাজায় তারা,সে দিকেই নজর থাকবে সকলের। যদিও এখনও পাওয়া খবর অনুযায়ী ৪-২-৩-১ ছকে দল সাজাতে চলেছে তারা।
অন্যদিকে চেন্নাইয়ান এফসির দলেও রয়েছে বেশকিছু প্রতিভাধর বিদেশি মুখ। সিডনি ভানসপল,এসমাইল গলজালভেস, ক্রিভেলারো, জ্যাকুব সিলভেসট্রদের দিকে এই ম্যাচের জন্য তাকিয়ে থাকবে তারা। এছাড়া দেশীয় মুখ হিসেবে অনিরুদ্ধ থাপা,ছাংতে, রিগান সিংদের নির্ভর করবে দল। গোলকিপার হিসেবে বিশাল কাইতের প্রদর্শন কেমন হয় সেদিকেও নজর থাকবে ফুটবলপ্রেমীদের।