দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মাহি ভাইয়ের সঙ্গে একসাথেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে আর নামবেন না মিস্টার আইপিএল সুরেশ রায়না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ার করেছেন ঠিকই কিন্তু দ্বিতীয় ইনিংসে মানুষের পাশে থাকার দায়িত্ব থেকে সরে আসেননি সুরেশ। আগেই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের উন্নতির স্বার্থে নিজেকে যে কোনোভাবে নিয়োজিত করতে চান তিনি।
আর আর জানালেন মানবিক মুখটা এখনো একই রকম রয়ে গেছে মিস্টার আইপিএলের। প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত উদ্যোগের অন্যতম অ্যাম্বাস্যাডর রায়না। ২৭ নভেম্বর ৩৪ তম জন্মদিনে পা রাখতে চলেছেন তিনি। এই জন্মদিনে এবার অভিনব উদ্যোগ নিলেন মিস্টার আইপিএল। উত্তরপ্রদেশ, জম্মু ও এন সি আরের ৩৪ টি স্কুল জুড়ে পানীয় জল ও স্যানিটাইজেশনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তিনি। যার ফলে উপকৃত হবে প্রায় দশ হাজার শিক্ষার্থী।
নিজের মেয়ে গ্রাসিয়ার নামে একটি এনজিওর স্থাপনা করেছেন রায়না। এবার এই ফাউন্ডেশন এর মাধ্যমেই দশহাজার শিক্ষার্থীর জন্য পানীয় জল ও স্যানিটাইজেশনের সমস্ত ব্যবস্থা করার উদ্যোগ নিলেন এই বাঁহাতি ক্রিকেটার।
মিস্টার আইপিএল রায়না জানান,”এই উদ্যোগের মাধ্যমে আমার ৩৪ তম জন্মদিন পালন করতে যাচ্ছি। এর চেয়ে ভালোভাবে আমার জন্মদিন উদযাপন করতে পারতাম না। সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।”