দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃইউএস ওপেন চ্যাম্পিয়ন ডমিনিক থিয়েমকে হারিয়ে লন্ডনের এটিপি ফাইনালে তার কেরিয়ারের বৃহত্তম শিরোপা জিতে নেন ড্যানিয়েল মাদভেদেভ। ও টু এরিনায় বর্তমানে বিশ্বের তৃতীয় স্থানে থাকা ডমিনিক থিয়েমকে ৪-৬,৭-৬(৭-২), ৬-৪ সেটে পরাজিত করেন তিনি। যদিও দ্বিতীয় সেটে লড়াই করে মাঠে ফিরেছিলেন থিয়েম। কিন্তু ট্রাই ব্রেকার সেটে পরপর ৭ পয়েন্ট তুলে নিয়ে তাকে হারিয়ে দেন ড্যানিয়েল।
আপাতত বিশ্বের টেনিস র্যাঙ্কিং তালিকা চতুর্থ স্থানে থাকলেও এবছর তার প্রদর্শন সত্যিই ঈর্ষণীয়। ইতিমধ্যেই তালিকায় তার উপরে থাকা তিন তারকা জোকোভিচ-নাদাল এবং থিয়েমকে পরাজিত করে টেনিস প্রেমীদের মন জয় করে নিয়েছেন ২৪ বছর বয়সী এই খেলোয়াড়।আশ্চর্যের কথা এই যে নভেম্বর ২০১৯ থেকে অক্টোবর ২০২০ অবধি শীর্ষ দশের তালিকায় থাকা কোন খেলোয়াড়কেই পরাজিত করতে পারেননি তিনি। অথচ মাত্র চার সপ্তাহের ব্যবধানে ৭ জন শ্রেষ্ঠ খেলোয়াড়কে হারিয়ে আপাতত তালিকার চতুর্থ স্থানে উঠে এলেন ড্যানিয়েল।
কেরিয়ারের অন্যতম শ্রেষ্ঠ জয়ের পর ড্যানিয়েল বলেন, “আমি জয় উদযাপন করি না, এটাই আমার স্টাইল।আমি এভাবেই থাকতে পছন্দ করি। আমার মনে হয় টেনিসে আমি প্রথম যিনি এমনটা করেন। তবে ফুটবলে আমি বিষয়টা অনেক দেখেছি। প্যারিসের আগেও আমি তেমন ভাবে আত্মবিশ্বাসী ছিলাম না, আমি খুশি নিজেকে ভুল প্রমাণিত করতে পেরে। আমরা প্রমাণ করলাম আমরা কিংবদন্তিদের সঙ্গে কিংবদন্তিদের সঙ্গে খেলার সক্ষমতা রাখি এবং তাদের হারিয়ে দেওয়ারও।”