দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ মাত্র তিন দিনের মধ্যেই শুরু হতে চলেছে ভারত অস্ট্রেলিয়া সাদা বলের লড়াই। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে দুই শিবিরের ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। একদিকে যেমন হুমকার দিয়েছেন কামিন্স-ওয়ার্নার। অন্যদিকে তেমনি থেমে মোহাম্মদ শামি-চেতেশ্বর পুজারারাও । এবার সেই তালিকায় যোগ দিলেন অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে প্রথমবার ইতিহাস থাপন করেছিল ভারত। কিন্তু সেই সিরিজে ছিলেন না ওয়ার্নার বা স্মিথ।
আজ ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ স্মিথ বলেন,” গত সিরিজে না থাকতে পারা আমার রানের খিদে আরো বাড়িয়ে দিয়েছে। টেলিভিশনে দেখতে দেখতে হার মেনে নেওয়া খুবই কঠিন ছিল। মনে হচ্ছিলো আমি নিজে থাকলে হয়তো কিছু প্রভাব ফেলতে পারতাম। এবারের আইপিএলে আমি সেভাবে ধারাবাহিকতা বজায় রাখতে পারিনি। তবে গত কয়েকদিন ধরে আমি আমার ফর্ম ফিরে পেয়েছি বলেই আমার বিশ্বাস। আমার কাছের মানুষরা জানেন গত কয়েকদিন ধরে আমার ব্যাটে বল ভালো লাগছে। প্রায় সাড়ে তিন চার মাস লেগে গেল আমার এই সুন্দর ফর্মে ফিরে আসতে।”
টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে চোটের কারণে বাইরে থাকতে হয়েছে রোহিত শর্মাকে। সে সম্পর্কে বলতে গিয়ে আজ স্মিথ বলেন,”রোহিত শর্মার না থাকা নিশ্চয়ই প্রভাব ফেলবে। তবে ওদের রিজার্ভ বেঞ্চে একাধিক বড় ব্যাটসম্যান রয়েছে। মায়াঙ্ক আগারওয়াল এবার আইপিএলে দুরন্ত খেলেছে। তাছাড়া কেএল রাহুলও যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারে। সুতরাং ওদের শক্তি এতোটুকু কমবে না।তবে ভারতের বিরুদ্ধে খেলা আমাদের কাছে অ্যাসেজের মতই বড় সিরিজ। তাই প্রথম ম্যাচেই আমি ভালো শুরু করতে চাইব।কারণ প্রথম ম্যাচে ভালো শুরু সারা সিরিজের জন্য ছন্দ এনে দিতে পারে। “
টেস্ট সিরিজে প্রথম টেস্টের পর অধিনায়ক কোহলিকে সাথে পাবেনা ভারতীয় দল। স্মিথের মতে, তা অনেকটাই শূন্যতা তৈরি করবে ভারতীয় আক্রমণে। তিনি বলেন,”দেখুন বিরাটের না থাকা টেস্ট দলে নিশ্চয় অনেকটাই শূন্যতার সৃষ্টি করবে। তবে ওদের একাধিক ভালো ব্যাটসম্যান আছে। যা আমি রোহিতের ক্ষেত্রেও বললাম।”