দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ একসময় WWE বলতে অনেকেই বুঝতেন শুধু তারই নাম। তাও হয়তো অনেকের কাছেই হয়তো খোঁজ নেই তার আসল নামের মার্ক উইলিয়াম ক্যালাওয়ে বিখ্যাত ছিলেন দ্য আন্ডারটেকার নামেই।এখন বয়স ৫৫।তবু রিংয়ের প্রবেশ করলে আজও বিপক্ষের হৃৎকম্প শুরু হয়ে যায়। আর সমর্থকদের উচ্ছ্বাস, শুভেচ্ছা যে তিনি কত পেয়েছেন এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবার সেই WWE-কে গুডবাই জানালেন আন্ডারটেকার।
তার পেশীবহুল শরীর দিয়ে বিপক্ষকে উঁচুতে তুলে ছুঁড়ে দেওয়ার দৃশ্যগুলি এখনো হয়তো গেঁথে আছে অনেকের মনে। তবে বহু দিন কেটেছে আস্তে আস্তে বয়স বেড়েছে রিংয়ের এই সিংহের। আন্ডারটেকার নিজেই জানিয়েছেন,তার সময় শেষ। এবার কিছুটা নিজের মতো জীবন কাটাতে চান তিনি। যে জীবনের মারামারি নেই বরং আছে শান্তি।
সোমবার সারভাইভার সিরিজেই নিজের দীর্ঘ কেরিয়ারের ইতি টানেন আন্ডারটেকার। রিং থেকেই তিনি জানান,”৩০ বছর রিংয়ের সাথে সম্পর্ক। অনেক হলো। এবার আমার সময় শেষ। এবার আমি একটু বিশ্রাম নিতে চাই। গুডবাই WWE।”