দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে মাঠে নামার আসা প্রায় শেষ হয়ে গেল রোহিত শর্মার। কয়েকদিন আগে ইন্টারভিউতে হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন, তিন-চার দিনের মধ্যে উড়ান ধরতে না পারলে কোয়ারেন্টাইনের নিয়মের কারণে কার্যত রোহিতকে ছাড়াই মাঠে নামতে হবে টিম ইন্ডিয়াকে। ফলতো বল সম্পূর্ণ ছিল এনসিএর কোর্টে। কিন্তু ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় এখনো পর্যন্ত যে খবর জানিয়েছে এনসিএ তা খুব একটা আশাব্যঞ্জক নয় রোহিতের পক্ষে।
কয়েকদিন আগেই সাক্ষাৎকারে রোহিত জানিয়েছিলেন,তিনি সম্পূর্ণ ফিট। এমনকি ভারতীয় এই তারকা একথাও বলেন যে,সম্পূর্ণ ফিট ছিলেন বলেই আইপিএলের ফাইনালে খেলেছিলেন তিনি। তবে এনসিএর রিপোর্ট অবশ্য বলছে অন্য কথা। মুম্বাই মিররের এক প্রতিবেদনে জানানো হয়েছে আপাতত এই কারণে রোহিত এবং ইশান্তকে বাদ দিয়েই দল গঠনের পরিকল্পনা করছে ভারতীয় শিবির।
এর আগে জানানো হয়েছিল দুই তারকার ফিটনেসের উপরেই নজর রাখছে ভারতীয় বোর্ড। সম্পূর্ণ সুস্থ হলে ১৭ ডিসেম্বর টেস্ট সিরিজের আগেই অস্ট্রেলিয়া উড়ে যেতেন তারা। কিন্তু আপাতত পাওয়া খবর অনুযায়ী টেস্ট সিরিজে দুজনের কাউকেই দেখা যাবে না। এনসিএ থেকে বোর্ডের কাছে দুই তারকা সম্পর্কে যে রিপোর্ট পাঠানো হয় তা কার্যত আশাব্যঞ্জক নয় বলেই সূত্রের খবর। তাই এমনটাও শোনা যাচ্ছে যে ভারতীয় শিবিরকে রোহিত এবং ইশান্তকে ছাড়াই টিম গঠনের কথা বলে দিয়েছে বোর্ড।
প্রথম টেস্টের পর পিতৃত্বকালীন ছুটি নিয়ে ঘরে ফিরছেন বিরাট কোহলিও। এ অবস্থায় রোহিত এবং ইশান্তের মত দুই বড় তারকা না থাকা ঘুম উড়িয়েছে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিন ভারতীয় তারকা না থাকা যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।