দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ আইএসএলের পঞ্চম ম্যাচে আজ মাঠে নেমেছিল চেন্নাইয়ান এবং জামশেদপুর এফসি। মাঠে নেমেই আজ দুরন্ত শুরু করে চেন্নাইয়ান এফসি। প্রথম মিনিটেই জামশেদপুরের গোলকিপার পরমবাকে পরাস্ত করে দলকে এক গোলের ব্যবধানে এগিয়ে দেন অনিরুদ্ধ থাপা। এর ফলে ম্যাচের শুরু থেকেই পিছনে পড়ে যায় জামশেদপুর এফসি। আজ মাঠে সেভাবে সক্রিয় ভূমিকা নিতে পারেনি জামশেদপুর। তাদের আক্রমণের ছিল যথেষ্ট ধীরগতিতে। ফলে গোলের ফসল উঠে আসেনি।বারবারই আক্রমণে উঠে আসছিল চেন্নাইয়ান এফসি ২৬ মিনিটের মাথায় আবার কর্নার পেয়ে যায় তারা। আর এই কর্নার সামলাতেই দ্বিতীয়বার বড় ভুল করে বসেন আইজাক। ছাংতেকে চ্যালেঞ্জ করতে গিয়ে পেনাল্টি বক্সে ফাউল করে বসেন তিনি। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল তুলে নিতে আজ কোন ভুল করেননি এসমাল গনসালভস।
ফলে প্রথমার্ধেই দু গোলে পিছিয়ে পড়েছিল জামশেদপুর কিন্তু ৩৮ মিনিটের মাথায় জ্যাকিচাঁদ সিংয়ের পাস থেকে জামশেদপুরকে ম্যাচে ফিরিয়ে দেন ভালস্কিস। গতবছর গোল্ডেন বুট জেতা ভালস্কিসের দুরন্ত হেডার আজ রুখে দিতে পারেননি বিশাল। ফলে ম্যাচে আবার অক্সিজেন পেয়ে যায় তারা। ইতিমধ্যে শেষের দিকে যথেষ্ট আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে জামশেদপুর। ডানদিক থেকে যথেষ্ট সচল ছিলেন জ্যাকিচাঁদ সিং এবং লালদিনলানা। যদিও প্রথমার্ধের একদম শেষের দিকে ভালো সুযোগ পেয়েছিল চেন্নাইয়ান এফসি তবে সেভাবে কাজে লাগাতে পারেনি তারা। ফলে প্রথমার্ধে ২-১ ব্যবধান নিয়েই বিশ্রামকক্ষে ফেরে চেন্নাইয়ান এফসি।
দ্বিতীয়ার্ধেও যথেষ্ট আক্রমনাত্মক শুরু করে দুই দলই। ভালো পরিশেষ না হলেও দ্রুতগতিতে আক্রমণে আজ কোন খামতি ছিল না। দ্বিতীয়ার্ধের মধ্যপর্বে অসাধারণ একটি অ্যাটাক তুলে এনেছিল চেন্নাই । দুরন্ত শট নিলেও আজ তৃতীয়বারের জন্য জামশেদপুরের গোলকিপারকে পরাস্ত করতে পারেননি ছাংতে।
যদিও বারবার ভালো আক্রমণ তুলে আনলেও ম্যাচের ফলাফল আজ আর কোন পরিবর্তন ঘটাতে পারেননি জামশেদপুরের খেলোয়াড়রা। আক্রমণ শেষ করার ক্ষেত্রে আর যথেষ্ঠ সমস্যায় পড়তে হয়েছে ভালস্কিস, দে লিমা এবং জ্যাকিচাঁদ সিংহের। বেশ কয়েকটি সুযোগ থেকে আজ ব্যবধান আরো বাড়িয়ে নিতে পারত চেন্নাইয়ানও।কিন্তু তেমন ভাবে আজ সফল হননি তারাও। তবে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে আজ কোন ভুল করেনি চেন্নাইয়ান এফসি।