দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গত আগস্ট মাসেই ধনশ্রী ভার্মার সাথে বাগদান পর্ব শেষ করেছেন প্রখ্যাত লেগস্পিনার যুবেন্দ্র চাহাল। পেশায় চিকিৎসক এবং ইউটিউবার ধনশ্রী তারপর থেকেই বারবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আইপিএল চলাকালীনও দুবাইতে ছিলেন ধনশ্রী। আরসিবি দলের সঙ্গেই সময় কাটান তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হতে থাকে চাহাল এবং ধনশ্রীর ছবি।
সিডনিতে কোয়ারেন্টাইন পর্ব চলাকালীন আবারো নিজেদের রোমান্টিক ছবি শেয়ার করলেন এই তরুণ জুটি। এরপরও সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল হবেন না তাও কি হয়! সমর্থকদের ভালোবাসা এই লেগস্পিনার তো পেয়েছেন যথেষ্টই। এবার তাদের জুটিও হিট নেটিজেনদের চোখে।
https://www.instagram.com/p/CH9w3xxh0_U/?igshid=z4xb9eh42wje
কিছুদিন বাদেই প্রতিযোগিতামূলক সিরিজে মাঠে নামতে চলেছে ভারত এবং অস্ট্রেলিয়া। আর সেই দলে চাহালের ভূমিকা যে ভীষণ গুরুত্বপূর্ণ, এ নিয়ে কোন সন্দেহ নেই। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে কিছুটা হালকা মেজাজে থাকা অত্যন্ত জরুরী। আর বাগদত্তা ধনশ্রীর সাথে শাহালির মেজাজ যে এখন ফুরফুরে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই।