দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ গত ম্যাচে হার দিয়ে শুরু হয়েছে মুম্বাইয়ের যাত্রা। তাই আজকের ম্যাচে গোয়ার বিরুদ্ধে গত দিনের স্মৃতি ভুলে যেতে চাইবে তারা। অন্যদিকে নিজেদের গত ম্যাচে দু গোলে পিছিয়ে পড়ার পরেও ফিরে এসছে গোয়া। অঙ্গুলোর অসাধারণ জোড়া গোলে জয় না পেলেও ড্র দিয়ে যাত্রা শুরু হয়েছে তাদের। তাই তাদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। তবে এই ম্যাচে অবশ্যই মোহাম্মদ নওয়াজের সাথে সাথে নজর থাকবে ইভান গঞ্জালেজ,জর্জ অটিজদের দিকে।
গত ম্যাচে ভীষণ ভালো ভূমিকা রেখেছিলেন এডু বেডিয়া এবং ব্র্যান্ডন। তাই কোচ ফার্নান্ডো এবার ব্র্যান্ডনকে শুরু থেকে প্রথম একাদশে রাখেন কিনা সেদিকেও নজর থাকবে সকলেরই। মাঝমাঠে বল তৈরি করার ক্ষেত্রে যথেষ্ট ভাল ভূমিকা রেখেছিলেন তিনি। কাল মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে ম্যাচ জিততে হলে মাঝ মাঠ সচল করা একান্ত প্রয়োজন গোয়ার।
অন্যদিকে গত ম্যাচে আহমেদ জাহু লাল কার্ড দেখে বেরিয়ে যাবার পর ভালো টিম থাকা সত্ত্বেও ম্যাচে ফিরতে পারেনি মুম্বাই। ওগবেচে এবং ফন্ড্রেকেও তেমনভাবে স্বকীয় হতে দেখা যায়নি।তাই কোচ লোবেরাকে আজ যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে প্লেইং ইলেভেন নিয়ে। বিশেষত জাহুর জায়গায় প্রথম একাদশে কাকে আনবেন লোবেরা সেদিকেও নজর থাকবে বিশেষজ্ঞদের। যদিও তিনি জানিয়েছেন, “কোচ হিসেবে আমার কাছে অনেক ভালো প্লেয়ার রয়েছে, তাই এক-আধজনকে না পেলে আমাদের কোন সমস্যা হবে না।আমার মূল লক্ষ্য আমার দলের প্রতি, প্রতিপক্ষ নিয়ে আমি ভাবছি না “
তবে কালকের ম্যাচ জিততে হলে ফন্ড্রের স্বকীয়তা যেমন একান্ত প্রয়োজন তেমনি মন্দার রাও দেসাই, ফারুক চৌধুরী,সন্টানা এবং বোর্জেসের উপর অনেকখানি নির্ভর করবে মুম্বাই সিটি এফসি।