দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বাস্কেট বল আমাদের দেশে খুব একটা জনপ্রিয় না হলেও আমেরিকাসহ বাইরের বেশ কিছু দেশে খেলার জনপ্রিয়তা তুঙ্গে। রয়েছেন একাধিক সুপারস্টার। স্টিফেন ক্যারি, লেবর্ন জেমস, জেমস হার্দেনদের মতো একাধিক তারকার নাম হয়তো কানে এসেছে আপনারও। তবে আপনি কি কখনো দেখেছেন পাখিদের বাস্কেটবল খেলতে। হ্যাঁ এমনই অসম্ভব ঘটনা ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ১১ মিলিয়ন দর্শকের বাহবা কুড়িয়ে নিল চারটি ছোট্ট পাখি।
ভাইরাল হগ নামের একটি পেজ থেকে ফেসবুকে ছয়দিন আগে শেয়ার করা হয় ভিডিওটি। ইতিমধ্যেই তা দেখে ফেলেছেন ১১ মিলিয়ন মানুষ। বল বাস্কেট করতে পারলেই খাবার। তবে হ্যাঁ তা করতে হবে অপর পক্ষের বাস্কেটে। সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে সবুজ এবং হলুদ দল। হচ্ছে টানটান লড়াই। ঠোঁটে করে বল বাস্কেটে ফেলার পর সবুজ ছোট্ট পাখিটি ডানা মেলা সেলিব্রেশন দেখলে হয়তো আপনি ভুলে যাবেন ইমরান তাহির কিংবা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সেলিব্রেশনের কথা।
সোশ্যাল মিডিয়ায় এখন শুভেচ্ছার বান ডেকেছে পাখির ট্রেনারের জন্য। শেষ পর্যন্ত জিতল কোন দল দেখতে হলে আপনাকে কিন্তু দেখতে হবে ভিডিওটি। দেখুনতো পাখিদের এই বাস্কেটবল খেলার অভিনব ভিডিও আপনার মন খুশি করে দিতে পারে কিনা?
https://www.facebook.com/viralhog/videos/407101093799695/?d=null&vh=e