দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ ভারতীয় মহিলা ক্রিকেটে ঝুলন গোস্বামীর মত নাম দিয়ে বাঙালির গর্ব, এ নিয়ে কোন সন্দেহ নেই। চাকদা থেকে ৫ ঘন্টা আপডাউন জার্নি করে যে সময় ভারতের নীল জার্সি পরা স্বপ্ন দেখেছিল মেয়েটি। সে সময় হয়তো মেয়েরা ক্রিকেট খেলবে কথা ভাবতেই পারেননি অনেকে।ঝুলন নিজেও বারবার বলেছেন বাড়িতে ছিল নানান সমস্যা। তবে ঠাকুরমার তীব্র ইচ্ছা ছিল, মেয়েরা তাদের ইচ্ছামত নিজেদের কেরিয়ার বেছে নেবে। স্বাধীনতার সময় বাংলাদেশ থেকে এসেছিলেন ঝুলনের ঠাকুরমা। নিজের স্বপ্ন সেভাবে সার্থক হয়নি তবে তিনি কে ছিলেন নাতনির কোন স্বপ্ন যাতে অপূর্ণ না থাকে।


সেই থেকেই শুরু লোকাল ট্রেনে আড়াই ঘন্টার জার্নি করে কলকাতায় আসা। শিয়ালদহ লোকালের দিনগুলি আজও ভুলতে পারেননি ঝুলন। আজ তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ জোরে বোলার। অর্জুন পুরস্কার, পদ্মশ্রী সহ আইসিসির একাধিক পুরস্কার রয়েছে তার নামে। প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট শিকারী হিসেবে সবার আগে লিখিত হয়েছে তার নাম। আর বিশ্বকাপের সেই অসম্ভব ইনসুইং ডেলিভারি যা ছিটকে দিয়েছিল ল্যানিংয়ের উইকেট তা হয়তো আজও ভুলতে পারেনি কেউ।


আজ বাঙালির সেই একান্ত আপন ঝুলনদির জন্মদিন। সকালবেলায় শুভেচ্ছা জানানো হয়েছে বিসিসিআই তরফে। এদিন বিসিসিআই তরফে টুইট করে লেখা হয় “জন্মদিনের শুভেচ্ছা জানাই সেই ভারতীয় মহিলা ক্রিকেটারকে যিনি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বপ্রথম মহিলা হিসেবে ৩০০ উইকেট শিকার করেছেন।”
সাথে সাথে শেয়ার করা হয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝুলন গোস্বামীর চার উইকেট শিকার করার ভিডিওটিও।