দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ রোহিত এবং ইশান্তের অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে শেষ চেষ্টা করলো বিসিসিআই। কিছুদিন আগেই হেড কোচ রবি শাস্ত্রী জানিয়েছিলেন চার পাঁচ দিনের মধ্যে উড়ান না ধরলে অস্ট্রেলিয়া সফরে খেলার বাসনা কার্যত ত্যাগ করতে হবে রোহিত এবং ইশান্তকে।ফলে বল ছিল এনসিএর কোর্টে। কিন্তু বিসিসিআইয়ের সাথে মিটিংয়ে ন্যাশনাল অ্যাকাডেমী থেকে জানানো হয়, এখনো সম্পূর্ণ সুস্থ নন রোহিত এবং ইশান্ত। এর পরেই অস্ট্রেলিয়া সফরে মাঠের আমার আশা কার্যত শেষ হয়ে যায় তাদের। কিন্তু আশা ছাড়তে রাজি নয় বিসিসিআই।
সূত্রের খবর অনুযায়ী কোয়ারেন্টাইনের মেয়াদ কমানোর জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে আপিল করেছে ভারতীয় বোর্ড। ১৪ দিনের কোয়ারেন্টাইনের কারণেই অস্ট্রেলিয়া সফরের জন্য এত আগে পৌঁছতে হত রোহিত ও ইশান্তকে। তাই সেই মেয়াদ কিছুটা কমলে ১৭ ডিসেম্বর শুরু হওয়া টেস্ট সিরিজের জন্য নিজেদের অ্যাভেলেবেল করতে পারবেন তারা। ভারত অস্ট্রেলিয়া টেস্ট লড়াইয়ে প্রথম টেস্টের পরেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরছেন বিরাট কোহলি।
এরপর যদি রোহিত শর্মাও না থাকেন তাহলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে ভারতীয় ব্যাটিং। আর সেই কারণেই উঠে-পড়ে লেগেছেন বিসিসিআই কর্তারা। সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক রিপোর্টে বিসিসিআইয়ের আধিকারিকের কথা উল্লেখ করে বলা হয়েছে,”বিসিসিআই বর্তমানে রোহিত এবং ইশান্তের কোয়ারেন্টাইনের সময়সীমা কমানোর জন্য কথা বলছে অস্ট্রেলিয়ার সাথে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অস্ট্রেলীয় সরকার। ভারতীয় বোর্ডের আবেদন গ্রাহ্য হলেও বেশ কিছু নিয়ম-কানুন মানতে হবে রোহিত এবং ইশান্তকে। তবে সেক্ষেত্রে তাদের খেলতে কোন সমস্যা হবে না। “
এদিকে অপর এক সূত্র অনুযায়ী জানানো হয়েছে, রোহিত না থাকায় বিরাট কোহলি ফিরে আসার পর তার সম্ভাব্য পরিবর্ত খেলোয়াড় হিসেবে দল ভাবছে দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ারের কথা।তিনি এখনও দলের সঙ্গেই আছেন অপরদিকে রোহিত এবং ইশান্ত আদৌ অস্ট্রেলিয়াগামী বিমানে বসতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।