দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ স্ত্রীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ফের ট্রোলড সাকিব আল হাসান। কিছুদিন আগে কলকাতায় কালী পুজো উদ্বোধন এসে বাংলাদেশি নেটিজেনদের রোষের মুখে পড়েছিলেন তিনি। এমনকি খুনের হুমকিও দেওয়া হয়ে থাকে। শেষ পর্যন্ত বিতর্ক এড়াতে ইউটিউবে নিজের থেকে ভিডিও পোস্ট করে ক্ষমা চেয়ে নেন এই বাংলাদেশী অলরাউন্ডার। এবার আবার নেটিজেনদের হাতে ট্রোলড হলেন সাকিব আল হাসান।
নিজের স্ত্রীর সাথে রোমান্টিক মুহূর্তের কিছু ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। সুন্দর এই ছবিতেও সমর্থকদের হাসি-ঠাট্টা এবং কটূক্তির সামনে পড়তে বলো তাকে। অনেকেই ছবির নিচে কমেন্ট করে লেখেন,”এই ধরনের ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার না করাই ভালো।”
অনেকে আবার এই সীমা অতিক্রম করে এও লেখেন যে,”স্ত্রীকে বোরখা তো পরাও”
অনেকে আবার দাবি তোলেন আগেরবার ভুল করে যেখানে ক্ষমা চেয়ে ছিলেন সাকিব, এবারও তার তাই করা উচিত। বারবার এভাবে নেটিজেনদের রোষের শিকার হবার পর কি জবাব দেবেন সাকিব, সেটাই এখন দেখার বিষয়।