দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃএকটা সময় বহু জল্পনা ছিল ভারতের পর এবার বিশ্ব ক্রিকেটের মসনদে বসবেন সৌরভ গাঙ্গুলী। শশাঙ্ক মনোহরের মেয়াদ শেষ হবার পর অনেকেই চেয়েছিলেন আইসিসি চেয়ারম্যানের পদে বসুন বাংলার মহারাজ। সাউথ আফ্রিকা থেকে গ্রেম স্মিথ তো জানিয়ে দিয়েছিলেন, সৌরভ যদি পদে বসতে চান তবে দক্ষিণ আফ্রিকার পুরো সাপোর্ট থাকবে তার জন্য। তবে রাজি হননি মহারাজ। নিজেই তোলেননি মনোনয়ন। এই কারণে আইসিসির চেয়ারম্যান পদে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কলের বসা একরকম নিশ্চিত ছিলই বলা যায়।
মঙ্গলবার আয়োজিত নির্বাচনে ১১-৫ ভোটে সিঙ্গাপুরের ইমরান খোয়াজাকে পরাজিত করে আইসিসির চেয়ারম্যান পদের আসন দখল করেন গ্রেগ। ২০১২ থেকে ২০১৫ সাল অবধি নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের দায়িত্ব সামলেছিলেন তিনি। পেশায় আইনজীবী বার্কলে অকল্যান্ডের বাসিন্দা। এছাড়া ২০১৫ সালে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় আয়োজিত বিশ্বকাপের সময় ডিরেক্টর পদেও ছিলেন তিনি। আজ পরাজিত ইমরান খোয়াজাকেও শুভেচ্ছা জানান বার্কলে। ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ড নিউজিল্যান্ড প্রতিটি বোর্ডের সমর্থন পেয়েছেন তিনি।
চেয়ারম্যান পদলাভের পর তিনি বলেন,”আইসিসি চেয়ারম্যানের পদে নির্বাচিত হওয়া খুবই গর্বের বিষয়। আমি বাকি আইসিসি ডিরেক্টরদেরও ধন্যবাদ জানাই।।করণা আবহে ফের একবার ক্রিকেটের হারানো জনপ্রিয়তা ফিরিয়ে আনতে এবং বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”