দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃআজ নতুন উদ্যমে আইএসএলের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসি এবং গোয়া। গত ম্যাচে হারের পর আজ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে শুরু করেছিল মুম্বাই। অন্যদিকে গত ম্যাচে পিছন থেকে ফিরে আসার পর আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল গোয়া। শুরু থেকেই একই রকম সক্রিয় ছিলেন ইগর আঙ্গুলো।গতদিন মুম্বাইয়ের হয়ে সেভাবে সক্রিয় হয়ে উঠতে পারেননি ওগবেচে। সেই কারণেই আজ তার বদলে সাই গর্ডাডকে দিয়ে শুরু করেন কোচ।
প্রথম অর্ধের মধ্যপর্বে পেনাল্টি বক্সের কাছাকাছি এলাকা থেকে ফ্রিকিক পেলেও আজ কাজে লাগাতে পারেননি এডু বেডিয়া। ফলে প্রথম জলপান বিরতিতে যাওয়া অবধি গোলের মুখ খুলতে পারেননি কোন দলই। তবে মুহুর্মুহু আক্রমণ তুলে আনতে আজ কোন ভুল করেনি দুপক্ষই। কিন্তু প্রথমার্ধের একদম শেষের দিকে হঠাৎ মুম্বাইকে ভুল ট্যাকেল করতে গিয়ে রেড কার্ড দেখে বাইরে চলে যেতে হয় রেডিম ল্যাং।ফলে এগারো জন থেকে দশজন হয়ে পড়ে এফসি গোয়া। যদিও প্রথমার্ধে এর কোন ফল ভুগতে হয়নি গোয়াকে। গোল শূন্য অবস্থাতেই হাফ টাইমে বিশ্রাম কক্ষে ফেরে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেও খেলার ফলাফলে কোনো পরিবর্তন ঘটেনি। প্রথম এবং দ্বিতীয় অর্ধে দু-দুবার ভালো জায়গা থেকে ফ্রিকিক পেয়েও আজ কাজে লাগাতে পারেনি এডু বেডিয়া। অন্যদিকে তেমন ভাবে চাপ তৈরি করতে পারেননি মোরতাজা ফল, ফন্ড্রে কিম্বা মন্দাররাও। দ্বিতীয়ার্ধে জলপান বিরতির ঠিক আগে ভালো সুযোগ পেলেও দুরন্ত সুযোগ পেলেও আজ গলে কনভার্ট করতে পারেননি মন্দার রাও দেশাই।
মুম্বাই মুহুর্মুহু আক্রমণ করলেও গোলের ফসল তুলতে পারেনি তারা। অন্যদিকে দুর্ভাগ্যবশত দশ জনের দল হয়ে পড়লেও আজ লড়াইয়ের মাটি ছাড়েনি এফসি গোয়া। গোল তুলতে না পারলেও পরিবর্ত হিসেবে আসা ওগবেচে কিম্বা ফন্ড্রেদের আজ কোন সুযোগ তুলে নিতে দেয়নি তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের একেবারে শেষে অতিরিক্ত সময়ে পেনাল্টি কনসিড করে বসে গোয়া। কর্নার থেকে উড়ে আসা বলে হেড বাঁচাতে গিয়ে হাত লাগিয়ে ফেলেন লেনি রদ্রীগেজ। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করতে কোন ভুল করেননি লে ফন্ড্রে।বলতো ১-০ গোলে নিজেদের প্রথম জয় তুলে নেয় মুম্বাই।