দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চিরঘুমের রাজ্যে চলে গেলেন ফুটবলের রাজপুত্র মারাদোনা। কিছুদিন আগেই অসুস্থতার কারণে আর্জেন্টিনার এক হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসক সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মস্তিষ্কে রক্ত জমাট বেধে ছিল ফুটবলের এই রাজপুত্রের। তবে সেই অপারেশনের পর সুস্থই ছিলেন তিনি।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও অবশ্য ঘরে ফেরা হয়নি মারাদোনার। অতিরিক্ত মদ্যপানজনিত অসুস্থতার কারণে রিহ্যাবে নিয়ে যাওয়া হয় তাকে। আজ হঠাৎই রিহাবে পৌঁছানোর দু সপ্তাহ পর হার্ট অ্যাটাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। দিয়েগো আর্মান্দো মারাদনা, আর্জেন্টিনার ফুটবলের রাজা তিনি। এখনো তার অসামান্য দক্ষতার ছোঁয়ায় তৈরি অসামান্য সব শট লেগে আছে বিশ্বব্যাপী সমর্থকদের চোখে।
আজ সারাবিশ্বব্যাপী ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে চলে গেলেন তিনি।১৯৭৬ সালে আর্জেন্টিনা জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন মারাদোনা। ১৯৮৬ সালে দেশকে স্বপ্নের বিশ্বকাপ তুলে দেন তিনি। ৬০ মিটার দূর থেকে পাঁচজন ডিফেন্ডারকে কাটিয়ে করা তার সেই গোল আজও স্মরণীয় হয়ে আছে ক্রীড়াপ্রেমীদের কাছে।