দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ চলে গেলেন ফুটবল রাজপুত্র মারাদোনা। শোকস্তব্ধ আজ ক্রীড়া জগত। শচীন টেন্ডুলকর, ইরফান পাঠান, ঝুলন গোস্বামী, সৌরভ গাঙ্গুলী থেকে শুরু করে সকলেই শ্রদ্ধা জানিয়েছেন ফুটবলের কিংবদন্তিকে
শোকোস্তব্ধ শচীন লেখেন,”সারাবিশ্ব এবং ফুটবল একজন অন্যতম শ্রেষ্ঠ খেলোয়ার কে হারালো আজ।চিরশান্তিতে থাকুন মারাদোনা। আপনাকে মিস করবো।”
শোকোস্তব্ধ মহারাজ সৌরভ গাঙ্গুলীও।তার খেলোয়াড় জীবনের অন্যতম রোল মডেল ছিলেন মারাদোনা। কলকাতায় তার সঙ্গে বেশ কিছু সময় কাটান তিনি। সেই স্মৃতির ছবি শেয়ার করে তিনি লেখেন, “আমার জীবনের নায়ক আর নেই। চির শান্তিতে থাকুন ম্যাড জিনিয়াস। আপনার জন্যই ফুটবল দেখেছি।”
নিজের জন্মদিনে এই দুঃসংবাদ শুনে ভেঙে পড়েন ঝুলন গোস্বামীও তিনি লেখেন, “ভাবতেই পারছিনা আমার ছেলেবেলার নায়ক মারাদনা আর নেই। আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তিনি…আপনার জন্যই ১০ নম্বর জার্সিটা আমার এত পছন্দের, আর সেই কারণেই নিজের জার্সিতে আমি নম্বরটা ব্যবহার করি। আপনাকে মিস করবো। আপনার আত্মার চিরশান্তি পাক।”