দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ দিয়েগো মারাদোনার চলে যাওয়া মেনে নিতে পারেননি কেউই। বিশ্বব্যাপী সমর্থকদের মনে যেমন শোকের বন্যা, তেমনি শোকোস্তব্ধ ক্রীড়াজগৎও।মাত্র ৬০ বছর বয়সে আকস্মিক হার্ট অ্যাটাক কেড়ে নিল ফুটবলের রাজপুত্রের প্রাণ।
শোকোস্তব্ধ পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আজ লেখেন, “আজ সারা পৃথিবী বিদায় জানাচ্ছে একজন জিনিয়াসকে আর আমি বিদায় জানাচ্ছি একজন বন্ধুকে। তিনি সর্বসেরাদের অন্যতম। তিনি হয়তো তাড়াতাড়ি চলে গেলেন ঘুমের দেশে, কিন্তু তিনি যে সীমাহীন উত্তরাধিকার রেখে গেছেন তা হয়তো কোনদিনও পূর্ণ হবেনা।আপনাকে কোনদিনই ভোলা যাবে না।”
একসময়ের কোচ তথা সর্বকালের পথপ্রদর্শকের জন্য আজ ব্যথিত লিও মেসিও।টুইটার হ্যান্ডেলে নিজের সাথে মারাদোনার ছবি শেয়ার করে তিনি লেখেন, “তিনি হয়তো চলে গেছেন, কিন্তু আমাদের ছেড়ে তিনি কোথাও যান নি, কারণ দিয়েগো অমর”